উজিরপুরের নাজির
হঠাৎ এসে হাজির
এখনই তার নাকি
দরকার একজন কাজির।
কাজি না হয় পেলাম
আমরা সবাই গেলাম
কিন্তু——নাজির হেসে
বলল সেলাম সেলাম।
আমার মেয়ে বুলির
পুতুল বিয়ে তুলির
কাজি ছাড়া হচ্ছে না
বিয়ে তুলি ও জুলির।