আজ মঙ্গলবার , ১৯ মার্চ ২০২৪ ইং  , ৫ চৈত্র ১৪৩০ বঃ , ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিঃ
নীড় পাতা
আকাশ যখন বিদীর্ণ হবে

আকাশ যখন বিদীর্ণ হবে মানবে রবের হুকুম,
জমীন হবে প্রসারিত (রাত্রি আঁধার নিঝুম)।
যা কিছু আছে ভিতরে তাহার করবে উদগীরণ,
শূণ্যগর্ভ হয়ে করবে রবের আদেশ পালন।
 
হে মানুষ ! তুমি অনেক কঠোর পরিশ্রম করে,
ছুটে চলেছ প্রভূর পানে সাক্ষাৎ লাভ তরে।
ডানহাতে যে পাবে হিসাবের খাতা কত যে খুশি হবে,
সহজ হিসাব প্রদান করে সাথীদের কাছে যাবে।
 
বাম হাত দিয়ে আমলনামা নিতে চাইবেনা তারা,
দুনিয়ার জীবন হাসি-তামাসায় যাপন করেছে যারা।
পিছনে নিয়ে হাত লুকালেও নিস্তার নাই তার,
জোর করে তাকে দিয়ে দেয়া হবে সকল কাজের আধার।
 
কাতর কন্ঠে বলবে সে, “আমি আবার মরণ চাই”
আগুন বলবে, “আয় মোর কাছে এখানেই তোর ঠাঁই।”
ভেবেছিল সে ফিরতে হবেনা কখনো প্রভূর কাছে,
সকল কাজের হিসাব সমূহ তাঁহার কাছেই আছে।
 
শপথ করছি প্রভাতের আর শপথ করছি রাতের,
যখন সকল প্রাণী সমবেত হয়, পূর্ণতা হয় চাঁদের।
ধাপে ধাপে তুমি এগিয়ে চলেছ আপন প্রভূর পানে,
(কি আছে সেথা তোমার জন্য প্রভূ ছাড়া কে জানে ?)
 
এখনো তুমি আসলেনা পথে ? শুনলেনা তুমি বাণী ?
অবনত হও প্রভূর সমীপে তাঁহার আদেশ মানি।
এরপরও যারা আসলোনা পথে তাদের জন্য বলি,
কি করেছ জমা হিসাবের খাতায় বাঁকা ভুল পথে চলি।
 
যারা চলছে আজ বাঁকা পথ ধরে, মানে নাই মোর বাণী,
সুসংবাদ দাও! তাদের তরে আছে অপমান আর গ্লানী।
সরল সঠিক পথে চলে আজ যারা এনেছে ঈমান,
তাদের জন্য রয়েছে শান্তি আরো পুরস্কার অফুরাণ ।

 

[ সুরা আল ইনশিক্বাক্ব এর অনুবাদ ]


**********

এই কবিতাটি ২৫১০ বার পড়া হয়েছে 
অন্যান্য কবিতাগুলো
কোন মন্তব্য নেই

আপনার মন্তব্য লিখুন

এই পোষ্টে মন্তব্য করতে অবশ্যই » লগইন করতে হবে ।
  • নামাজের সময়সূচী

    মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
    ওয়াক্ত শুরু জামাত
    ফজর ০৪.৪২ ০৫.১৫
    জোহর ১১.৪৪ ০১.১৫
    আসর ০৩.৫৩ ০৪.৩০
    মাগরিব ০৫.৩০ ০৫.৩৫
    এশা ০৬.৪৫ ০৭.১৫
    সূর্যোদয় : ০৫.৫৭ মিঃ
    সূর্যাস্ত : ০৫.২৯ মিঃ
  • Ads

  • অন্যান্য পাতাসমুহ



    Add Address

  • ভিজিটর তথ্য

    আপনার আইপি
    18.208.203.36
    আপনার অপারেটিং সিস্টেম
    Unknown
    আপনার ব্রাউজার
    " অপরিচিত "
  • ভিজিটর কাউন্টার


    free hit counter