আজ রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ ইং  , ১৫ বৈশাখ ১৪৩১ বঃ , ৮ রজব ১৪৪৫ হিঃ
নীড় পাতা
রেহাই পাব না ?

যেখানে যাও না তুমি পাবে তার দেখা
সরল-সততা নেই শুধু বক্র রেখা।
যেখানে যাও না তুমি পাবেই সাক্ষাৎ
দুর্নীতি-দুস্কর্ম চলে দিন আর রাত।
যেখানে যাবে তুমি পাবে গন্ডগোল
প্রতিনিয়ত চলছে করুণ কান্নার রোল।
যেখানে যাবে দেখবে করছে কুপোকাত
পরস্পরে হানাহানি আঘাত-প্রত্যাঘাত।
যেখানে যাবে পাবে ভেজাল ও দূষন
ভেতরে নোংরামী বাইরে ভদ্র ভূষণ।
যেখানে যাবে পাবে চাটুকারের দল
নেতাকে ভুল বুঝিয়ে হচ্ছে উল্টো ফল।
যেখানেই যাবে মিলবে ‘জাহেলিয়াত’ সাড়া
প্রাচীণ যুগের মূর্খতার এক নব্য রকম ধারা।
চলছে সবতো সুন্দর কতই উন্নয়ন
বাইরে তাকালে জুড়ায় সবার নয়ন।
ভেতরে নেই আদর্শ চরিত্র আর নীতি
এখানে চলছে যেন কৃষ্ন পক্ষের তিথি।
যা ঘটে সব বিচ্ছিন্ন নেই যেন উদ্বেগ
যতই ঘনাক না কেন দুর্যোগেরই মেঘ।
ক্ষমতা আর লোভ-লালসা এতই গেছে বেড়ে
ন্যায্য কথা বলতে গেলে মারতে আসে তেড়ে।
ন্যায়নীতি পালিয়ে বেড়ায় অন্যায়ের দাপটে
অবিচারটাই বিচার বলে আজকের প্রেক্ষাপটে।
জ্ঞানী-গুণী ঘরে বসে করে দুর্ভাবনা
কলুষিত রাজনীতি থেকে কি রেহাই পাব না ?


**********

এই কবিতাটি ১২৯০ বার পড়া হয়েছে 
অন্যান্য কবিতাগুলো
কোন মন্তব্য নেই

আপনার মন্তব্য লিখুন

এই পোষ্টে মন্তব্য করতে অবশ্যই » লগইন করতে হবে ।
  • নামাজের সময়সূচী

    মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
    ওয়াক্ত শুরু জামাত
    ফজর ০৪.৪২ ০৫.১৫
    জোহর ১১.৪৪ ০১.১৫
    আসর ০৩.৫৩ ০৪.৩০
    মাগরিব ০৫.৩০ ০৫.৩৫
    এশা ০৬.৪৫ ০৭.১৫
    সূর্যোদয় : ০৫.৫৭ মিঃ
    সূর্যাস্ত : ০৫.২৯ মিঃ
  • Ads

  • অন্যান্য পাতাসমুহ



    Add Address

  • ভিজিটর তথ্য

    আপনার আইপি
    3.142.197.198
    আপনার অপারেটিং সিস্টেম
    Unknown
    আপনার ব্রাউজার
    " অপরিচিত "
  • ভিজিটর কাউন্টার


    free hit counter