আজ মঙ্গলবার , ১৯ মার্চ ২০২৪ ইং  , ৫ চৈত্র ১৪৩০ বঃ , ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিঃ
নীড় পাতা
জাগো কবিতায়

জাগো সম্ভাবনায় – জাগো কবিতায়
যুগে যুগে আন্দোলনে কে শুধু মার খায়
কে থাকে মিছিলের আগে আরামে কে ঘুমায়
রাজায় রাজায় যুদ্ধ হলে নলখাগড়ার প্রাণ যায়।

জাগো সম্ভাবনায় – জাগো কবিতায়
নির্বাচন-গণতন্ত্রের নামে কে শুধু খেলায়
দলবাজির প্রসার ঘটে – নেতারা আগায়
দেশ ও জাতির অগ্রগতি বার বার বাধা পায়।

জাগো সম্ভাবনায় – জাগো কবিতায়
দেশের মানুষ কত আন্দোলন-সংগ্রাম করলো হায়
শত আঘাত আর হোচট খেয়েও থাকে প্রত্যাশায়
বিনিময়ে থাকলো তারা পশ্চাতে অবহেলায়।

এতো যে অন্যায় অবিচার সংঘাত সন্ত্রাস
এতো হানাহানি রক্তাক্ত অশান্তির বসবাস
এসব অতিক্রম করে কবে সত্যি উন্নতির চূড়ায়
জাগো সম্ভাবনায় – জাগো কবিতায়।

এখন জনগনও দুর্বল – কবিতাও নয় সবল
সবকিছু দলীয়করণ নষ্ট রাজনীতির ফল
কেননা, গতানুগতিক কাব্যধারা মানুষের আশা না পুরায়
জাগো সম্ভাবনায় – জাগো কবিতায়।

তাই কবিতা যতই উপেক্ষা করে গণ মানুষকে
অপরদিকে জনতাও এড়িয়ে যায় কবিতাকে
এ বিশৃংখল এবং ব্যাধিগ্রস্ত সমাজ ব্যবস্থায়
তবু দৃঢ় আশা – একটি সভ্য-সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠায়
জাগো সম্ভাবনায় – জাগো কবিতায়।


**********

এই কবিতাটি ১১৫২ বার পড়া হয়েছে 
অন্যান্য কবিতাগুলো
কোন মন্তব্য নেই

আপনার মন্তব্য লিখুন

এই পোষ্টে মন্তব্য করতে অবশ্যই » লগইন করতে হবে ।
  • নামাজের সময়সূচী

    মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
    ওয়াক্ত শুরু জামাত
    ফজর ০৪.৪২ ০৫.১৫
    জোহর ১১.৪৪ ০১.১৫
    আসর ০৩.৫৩ ০৪.৩০
    মাগরিব ০৫.৩০ ০৫.৩৫
    এশা ০৬.৪৫ ০৭.১৫
    সূর্যোদয় : ০৫.৫৭ মিঃ
    সূর্যাস্ত : ০৫.২৯ মিঃ
  • Ads

  • অন্যান্য পাতাসমুহ



    Add Address

  • ভিজিটর তথ্য

    আপনার আইপি
    44.204.164.147
    আপনার অপারেটিং সিস্টেম
    Unknown
    আপনার ব্রাউজার
    " অপরিচিত "
  • ভিজিটর কাউন্টার


    free hit counter