আজ মঙ্গলবার , ১৯ মার্চ ২০২৪ ইং  , ৫ চৈত্র ১৪৩০ বঃ , ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিঃ
নীড় পাতা
যুগের পার্থক্য

আমাদের যুগে আমরা খেলেছি
মজা করে ফুটবল
তোমাদের সময় তোমরা তখন
গড় ক্রিকেটের দল।
আমাদের যুগে আমরা যখন
করেছি সখ্য-প্রীতি
তোমাদের যুগে তোমরা তখন
কর সবে রাজনীতি।
আমাদের যুগে আমরা যখন
ভজেছি দাদী ও নানী
তোমাদের যুগে তোমরা তখন
করে যাও মাস্তানী।
আমাদের যুগে আমরা করেছি
নিবেদিত পড়াশোনা
তোমরা এ যুগে একই সাথে কর
সন্ত্রাস-জঙ্গীপনা।
আমাদের যুগে মুরুব্বী দেখে
হয়ে গেছি জড়সড়
তোমরা এ যুগে তাদের দেখলে
থোরাই কেয়ার কর।
আমাদের যুগে সুযোগ ছিল না
পৃথিবী ঘুরে দেখার
তোমাদের যুগে বাড়তি সুবিধা
প্রযুক্তি শেখার।
আমাদের যুগে গ্রহ-গ্রহান্তরে
এতটা যেত না কেহ
তোমাদের যুগে শনি-মঙ্গলে
ছুটছে যে অহরহ।
ছুটছে মানুষ চলছে এগিয়ে
বিজ্ঞানও উম্মাদ
উন্নয়নের প্রতিটি ধাপে
পাতা আছে তাই ফাঁদ।


**********

এই কবিতাটি ১৩০৩ বার পড়া হয়েছে 
অন্যান্য কবিতাগুলো
কোন মন্তব্য নেই

আপনার মন্তব্য লিখুন

এই পোষ্টে মন্তব্য করতে অবশ্যই » লগইন করতে হবে ।
  • নামাজের সময়সূচী

    মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
    ওয়াক্ত শুরু জামাত
    ফজর ০৪.৪২ ০৫.১৫
    জোহর ১১.৪৪ ০১.১৫
    আসর ০৩.৫৩ ০৪.৩০
    মাগরিব ০৫.৩০ ০৫.৩৫
    এশা ০৬.৪৫ ০৭.১৫
    সূর্যোদয় : ০৫.৫৭ মিঃ
    সূর্যাস্ত : ০৫.২৯ মিঃ
  • Ads

  • অন্যান্য পাতাসমুহ



    Add Address

  • ভিজিটর তথ্য

    আপনার আইপি
    52.90.181.205
    আপনার অপারেটিং সিস্টেম
    Unknown
    আপনার ব্রাউজার
    " অপরিচিত "
  • ভিজিটর কাউন্টার


    free hit counter