পাকা সড়কে বহিছে রক্ত ফিনকি দিয়ে
তাজা মানুষ ফিরছে বাড়িতে লাশ হয়ে।
গাদা গাদা লাশ সড়কে সড়কে প্রতিদিন
কান্নার রোল এ ভাবেই চলবে কত দিন।
সকাল সন্ধ্যা দুপুর ভোর নিশি কাল
অঘোরে ঘোরে প্রাণ দিবে কত কাল।
ঝর্ণার মতই কোথাও ঝরিছে রক্ত ফোটা
আচমকা খুলিছে এই সড়কে প্রাণের বোঁটা।
বাসে বাসে আর ট্রাকে ট্রাকে শত টক্কর
সড়কে সড়কে চলছে গাড়ি অথর্ব ঝক্কর।
উলকার বেগে চালক ছুটিছে সড়ক পথে
সময়ের সাথে পাল্লায় চলে ছুটিয়ে রথে।
হরেক নামের বর্নিল কোচ মানে না বাধা
ওরা দুরন্ত ড্রাইভার, যাত্রীরা পরে ধাঁধাঁ।
যত আইন যত কানুন মানে না তারা
ওরা ড্রাইভার, ড্রাইভ দিয়েই মানুষ মারা।
সড়ক মন্ত্রীর শত অনুরোধ আজ ব্যর্থ
সড়ক পথের সবটুকু ওদের রাজত্ব।
পাকা সড়ক, সব সড়কে ওদের রাজ
রক্ত স্রোতেই মিটছে পিপাসা আজ।
চাকার পেষনে ঘুমন্ত মানুষ কত মরবে
ঘুমের ঘোরে, ঘরে ঘরে কত প্রান ঝরবে।
গর্ভের শিশু ছিটকে সড়কে করিছে কান্না
অশান্ত সড়ক শান্ত হবে কি ? কেউ তা জানেনা।
**********
|