আজ শুক্রবার , ১৮ এপ্রিল ২০২৫ ইং  , ৫ বৈশাখ ১৪৩২ বঃ , ২৮ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ
নীড় পাতা
দলের টিকিট

সব খানেই যে দল ঢুকেছে
নল চালায় রাজনীতি
সব কিছুতেই চামচাগীরি
দলের গান আর গীতি।
সব খানেই নোংড়া দালালী
দলের লোকেরা বসে
সব জায়গাতেই পয়সা কামাই
পাবলিকের মাল চষে।
সকল ক্ষেত্রেই কাকা-মামা ছাড়া
হয় না কোন কাজ
সব জায়গাতেই নেতাদের লোক
দলের ফন্দিবাজ।
সব স্থানেই তো গন্ধ পাবে
কোন না কোন দল
সর্বত্রই মিথ্যাচার আর
অসৎ লোকের ছল।
সব কিছুতেই দলীয়করণ
দলের সংক্রমন
দলবাজী তো চলতেই থাকবে
যদিও হয় মরণ।
অর্থ-স্বার্থ-গাড়ী-বাড়ী আজ
দলের সুবাদেই হয়
যারা করে দলের সেবা ও যত্ন
তাদেরই জয় আর জয়।
দলের টিকিট না নিলে তাই
কেমনে যাবে স্বর্গে
দলের সার্টিফিকেট ছাড়া
ঝুলতে যে হবে মর্গে।


**********

এই কবিতাটি ১৪৪১ বার পড়া হয়েছে 
অন্যান্য কবিতাগুলো
কোন মন্তব্য নেই

আপনার মন্তব্য লিখুন

এই পোষ্টে মন্তব্য করতে অবশ্যই » লগইন করতে হবে ।
  • নামাজের সময়সূচী

    মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
    ওয়াক্ত শুরু জামাত
    ফজর ০৪.৪২ ০৫.১৫
    জোহর ১১.৪৪ ০১.১৫
    আসর ০৩.৫৩ ০৪.৩০
    মাগরিব ০৫.৩০ ০৫.৩৫
    এশা ০৬.৪৫ ০৭.১৫
    সূর্যোদয় : ০৫.৫৭ মিঃ
    সূর্যাস্ত : ০৫.২৯ মিঃ
  • Ads

  • অন্যান্য পাতাসমুহ



    Add Address

  • ভিজিটর তথ্য

    আপনার আইপি
    18.97.14.82
    আপনার অপারেটিং সিস্টেম
    Unknown
    আপনার ব্রাউজার
    " অপরিচিত "
  • ভিজিটর কাউন্টার


    free hit counter