আজ শনিবার , ১৯ জুলাই ২০২৫ ইং  , ৪ শ্রাবণ ১৪৩২ বঃ , ১৩ শাওয়াল ১৪৪৬ হিঃ
নীড় পাতা
দুঃখের কথা

বলব কি আর দুঃখের কথা বলতে পরাণ ফাটে

দুঃখ কেন যায় না বেচা ভবের এ বাজার-হাটে?

চোরের মায়ের ডাঙ্গর গলা বাদী ভয়ে পালায়

প্রাণটা বুঝি যায়রে এবার চোরের মায়ের জ্বালায়।

দুর্নীতি করে সন্ত্রাসীরা সাধু প্রাণে মরে

সারা দেশটা ভুগছে আজ দুর্নীতির ভাইরাস জ্বরে।

মাঘের শীতে ঘি জমে, না জমে সরিষার তেল

অসহায় লোকের মাথায় এখন ভাঙ্গে সবাই বেল।

মানী লোকের নাইরে মান ক্ষমতার করে পূজা

আল্লাহকে চেনে না তবু ঈমানদার, রামাযানে নাই রোযা।

সারা বছর নাইরে ছালাত ঈদে প্রথম সারি

ইমাম ছাহেবকে করেন হুকুম পড়ুন তাড়াতাড়ি।

দুঃখিনী মা ভিক্ষা করেন গ্রামের পথে পথে

খোকন-সোনা ব্যস্ত এখন নেতা-নেত্রীর সাথে।

চেনে না সে বাপের কবর নেতার মাযারে ফুল

ফুল কিনতে বিক্রি করে বউয়ের কানের দুল।

দেশের সম্পদ লুটেও তিনি দেশদরদী নেতা

এ নেতার মুখেই শুনা যায় যত ডাহা মিথ্যা কথা।

সত্য কথা যায় না বলা উচিত কথায় ঝাল

উচিত কথা শুনলে নেতার গাল ফুলে হয় লাল।

আমের ছোঁয়া নেইকো তবু নামটি ম্যাংগোজুস

এভাবে আর ঠকবি কত ফিরবে কবে হুঁশ?

 

 

পূর্ব প্রকাশ

**********

এই কবিতাটি ৪৬৪৩ বার পড়া হয়েছে 
অন্যান্য কবিতাগুলো
কোন মন্তব্য নেই

আপনার মন্তব্য লিখুন

এই পোষ্টে মন্তব্য করতে অবশ্যই » লগইন করতে হবে ।
  • নামাজের সময়সূচী

    মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
    ওয়াক্ত শুরু জামাত
    ফজর ০৪.৪২ ০৫.১৫
    জোহর ১১.৪৪ ০১.১৫
    আসর ০৩.৫৩ ০৪.৩০
    মাগরিব ০৫.৩০ ০৫.৩৫
    এশা ০৬.৪৫ ০৭.১৫
    সূর্যোদয় : ০৫.৫৭ মিঃ
    সূর্যাস্ত : ০৫.২৯ মিঃ
  • Ads

  • অন্যান্য পাতাসমুহ



    Add Address

  • ভিজিটর তথ্য

    আপনার আইপি
    18.97.9.173
    আপনার অপারেটিং সিস্টেম
    Unknown
    আপনার ব্রাউজার
    " অপরিচিত "
  • ভিজিটর কাউন্টার


    free hit counter