আজ মঙ্গলবার , ১৯ মার্চ ২০২৪ ইং  , ৫ চৈত্র ১৪৩০ বঃ , ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিঃ
নীড় পাতা
যাও ময়না …

যাও ময়না বল তারে
ঠকায় যেন জনতারে
দিনে-রাতে যত পারে।

যাও ময়না বল তারে
গুম-খুন যত পারে
এ সুন্দর পেশা নাহি ছাড়ে।

যাও ময়না বুঝাও গিয়ে
ভুয়া ভোটের পসরা নিয়ে
রাখে যেন মসনদ জিইয়ে।

যাও ময়না বল তাকে
নদী-খাল-বিল যত থাকে
দখল-দূষণ বজায রাখে।

যাও ময়না বল ওরে
দুর্নীতির কল যত ঘোরে
এই প্র্যাকটিস হোক জোড়েশোরে।

যাও ময়না বল আরো
কাল টাকা যত পার
সাদা করতে মালটা মারো।

ময়না তারে শুনাও কিস্সা
গড়বে বিত্ত যত ইচ্ছা
দেশ-জনগন শুধুই মিথ্যা।

যাও ময়না সবক দিও
ফরমালিনের দীক্ষা নিও
পলিটিক্সে এটাই প্রিয়।

যাও ময়না বল তাকে
গণতন্ত্রের লেশ না থাকে
উন্নয়ন হয় এরই ফাঁকে।

যাও ময়না তারে বলবে
এই ব্যবস্থাই ভাল চলবে
সিংহাসন না কভূ টলবে।

ময়না – দাও শান্তনা বাণী
যতই করুক টানাটানি
লাভ হবে না তাও জানি।


**********

এই কবিতাটি ১২৩৪ বার পড়া হয়েছে 
অন্যান্য কবিতাগুলো
কোন মন্তব্য নেই

আপনার মন্তব্য লিখুন

এই পোষ্টে মন্তব্য করতে অবশ্যই » লগইন করতে হবে ।
  • নামাজের সময়সূচী

    মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
    ওয়াক্ত শুরু জামাত
    ফজর ০৪.৪২ ০৫.১৫
    জোহর ১১.৪৪ ০১.১৫
    আসর ০৩.৫৩ ০৪.৩০
    মাগরিব ০৫.৩০ ০৫.৩৫
    এশা ০৬.৪৫ ০৭.১৫
    সূর্যোদয় : ০৫.৫৭ মিঃ
    সূর্যাস্ত : ০৫.২৯ মিঃ
  • Ads

  • অন্যান্য পাতাসমুহ



    Add Address

  • ভিজিটর তথ্য

    আপনার আইপি
    34.236.152.203
    আপনার অপারেটিং সিস্টেম
    Unknown
    আপনার ব্রাউজার
    " অপরিচিত "
  • ভিজিটর কাউন্টার


    free hit counter