আজ বৃহস্পতিবার , ১৬ জানুয়ারি ২০২৫ ইং  , ৩ মাঘ ১৪৩১ বঃ , ১ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ
নীড় পাতা
কেউ তো চায় নি এমন দেশ !

কেউ তো চায় নি এমন দেশ
যেখানে কলহ-কোন্দল হবে সর্বক্ষন
কেউ তো চায় নি এমন দেশ
যেখানে নিরাপত্তাহীন হবে নাগরিক জীবন।
কেউ তো চায় নি এমন দেশ
যেখানে রাজনীতির নামে চলবে অবাধ লুটপাট
কেউ তো চায় নি এমন দেশ
যেখানে হানাহানি অশান্তি বিবাদ-বিভ্রাট।
কেউ তো চায় নি এমন দেশ
জীবন আর সম্ভ্রমের বিনিময়ে স্বাধীনতা অর্জন
কেউ তো চায় নি এমন দেশ
যেখানে সহসাই থেমে যাবে সিংহের গর্জন।
কেউ তো চায় নি এমন দেশ
যেখানে সবাইকে পাবে শুধু আত্মস্বার্থের নেশা
কেউ তো চায় নি এমন দেশ
যেখানে দুর্নীতি আর অপকর্ম হবে প্রধান পেশা।
কেউ তো চায় নি এমন দেশ
যেখানে থাকবে না গণতন্ত্র-ধর্মনিরপেক্ষতা
কেউ তো চায় নি এমন দেশ
যেখানে গুম-খুন-অপহরণ নিত্য বাস্তবতা।
কেউ তো চায় নি এমন দেশ
যেখানে হিংসা-প্রতিহিংসার জ্বলবে অনল
কেউ তো চায় নি এমন দেশ
যেখানে বিষাক্ত-যন্ত্রনাক্ত স্বাধীনতার ফল।
কেউ তো চায় নি এমন দেশ
যেখানে দেশপ্রেম দেশাত্মবোধ থাকবে না সবার উপড়ে
কেউ তো চায় নি এমন দেশ
দলীয়করণ চলবে রাষ্ট্রের প্রতিটি স্তরে।
কেউ তো চায় নি এমন দেশ
স্বাধীনতার স্বপ্নটা হবে না পূরণ
কেউ তো চায় নি এমন দেশ
শুভ বুদ্ধি সৎ চিন্তার হবে না স্ফুরণ !


**********

এই কবিতাটি ১৩৭৫ বার পড়া হয়েছে 
অন্যান্য কবিতাগুলো
কোন মন্তব্য নেই

আপনার মন্তব্য লিখুন

এই পোষ্টে মন্তব্য করতে অবশ্যই » লগইন করতে হবে ।
  • নামাজের সময়সূচী

    মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
    ওয়াক্ত শুরু জামাত
    ফজর ০৪.৪২ ০৫.১৫
    জোহর ১১.৪৪ ০১.১৫
    আসর ০৩.৫৩ ০৪.৩০
    মাগরিব ০৫.৩০ ০৫.৩৫
    এশা ০৬.৪৫ ০৭.১৫
    সূর্যোদয় : ০৫.৫৭ মিঃ
    সূর্যাস্ত : ০৫.২৯ মিঃ
  • Ads

  • অন্যান্য পাতাসমুহ



    Add Address

  • ভিজিটর তথ্য

    আপনার আইপি
    18.97.14.80
    আপনার অপারেটিং সিস্টেম
    Unknown
    আপনার ব্রাউজার
    " অপরিচিত "
  • ভিজিটর কাউন্টার


    free hit counter