আজ রবিবার , ২৮ মে ২০২৩ ইং  , ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০ বঃ , ৯ শাবান ১৪৪৪ হিঃ
নীড় পাতা
অনন্ত কালের বসন্ত

পলাশ আমার বন্ধু পলাশ
শিমুল আমার বন্ধু,
বসন্ত আসিলে উজার করে দাও
হৃদয় সাগর সিন্ধু।
স্নিগ্ধ ভোরের রক্তিম আলোয়
রাঙ্গিয়ে রাঙ্গা রক্তিম
লালে লাল রঙ নিংড়িয়ে হায়
ভরেছে হৃদয় বঙ্কিম।
পাঁপড়ি মেলিয়া সাগর সিন্ধু
ভরিয়া মধুর হাঁড়ি
চক্ষু মেলিয়া পাঁপড়ি জাগিছে
হৃদয়ে বসন্ত ভরি।
অনন্ত রুপের স্পর্শে ফাঁপিয়া
মেলিয়া দুই নয়ন
বন্ধু আমার পলাশ ডাকিলে
হয়ে যাই আমি আনমন।
জোড়া জোড়া চোখ থোকা থোকা ফুল
আকাশে মেলিয়া রুপ
অনন্ত কালের বসন্তে মেলিছে
মমতা জড়ানো বুক।


**********

এই কবিতাটি ১৯৬৯ বার পড়া হয়েছে 
অন্যান্য কবিতাগুলো
কোন মন্তব্য নেই

আপনার মন্তব্য লিখুন

এই পোষ্টে মন্তব্য করতে অবশ্যই » লগইন করতে হবে ।
  • নামাজের সময়সূচী

    মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
    ওয়াক্ত শুরু জামাত
    ফজর ০৪.৪২ ০৫.১৫
    জোহর ১১.৪৪ ০১.১৫
    আসর ০৩.৫৩ ০৪.৩০
    মাগরিব ০৫.৩০ ০৫.৩৫
    এশা ০৬.৪৫ ০৭.১৫
    সূর্যোদয় : ০৫.৫৭ মিঃ
    সূর্যাস্ত : ০৫.২৯ মিঃ
  • Ads

  • অন্যান্য পাতাসমুহ



    Add Address

  • ভিজিটর তথ্য

    আপনার আইপি
    3.231.217.107
    আপনার অপারেটিং সিস্টেম
    Unknown
    আপনার ব্রাউজার
    " অপরিচিত "
  • ভিজিটর কাউন্টার


    free hit counter