পলাশ আমার বন্ধু পলাশ শিমুল আমার বন্ধু, বসন্ত আসিলে উজার করে দাও হৃদয় সাগর সিন্ধু। স্নিগ্ধ ভোরের রক্তিম আলোয় রাঙ্গিয়ে রাঙ্গা রক্তিম লালে লাল রঙ নিংড়িয়ে হায় ভরেছে হৃদয় বঙ্কিম। পাঁপড়ি মেলিয়া সাগর সিন্ধু ভরিয়া মধুর হাঁড়ি চক্ষু মেলিয়া পাঁপড়ি জাগিছে হৃদয়ে বসন্ত ভরি। অনন্ত রুপের স্পর্শে ফাঁপিয়া মেলিয়া দুই নয়ন বন্ধু আমার পলাশ ডাকিলে হয়ে যাই আমি আনমন। জোড়া জোড়া চোখ থোকা থোকা ফুল আকাশে মেলিয়া রুপ অনন্ত কালের বসন্তে মেলিছে মমতা জড়ানো বুক।