ফুটফুটে চেহারার বয়সটা চৌদ্দ শ্রম ঢালে ওয়ার্কশপে কাজ করে শুদ্ধ। মাপ-জোক ঠিকঠাক লোহা কাটে মেশিনে অবিকল ছাঁচে ঢালা মেইড ইন চীনে। অথবা জাপানের কলে কলে গড়া অনায়াসে গড়ে দেবে কাঁচা হাতে ধরা। টয়োটা-টাটার যত নাট আর স্ক্র সেম সেম মিলে যাবে বেঁকে যাবে ভ্রু। লেখা-পড়া জানেনাতো তবু এরা কারিগর ওয়ার্কশপে কাজ করে শ্রম দেয় রাত ভর। বয়সটা ইস্কুলের ড্রেস তার শ্রমিকের মবেলেতে লেপটানো রেস্ট নেই ক্ষণিকের। বিদ্যুতে চলে লেদ গতি তার ঝটপটে ক্যাচক্যাচে লোহা কাটে কাজ করে অকপটে। নিষিদ্ধ শিশু শ্রম ঢাক-ঢোল বিশ্বে বিশ্ব অবাক হবে বেআইনী দৃশ্যে। শিশু শ্রম নিষিদ্ধ মানেনাতো পেটটা কাজ করে সবখানে চলছে এ দেশটা। মাঠে মাঠে, ঘাটে ঘাটে, চায়ের দোকানে হোটেলের ভার বহে ঘানি টানে সবখানে। সারি সারি ইস্কুলে মিছামিছি সংখা ঝরে পরা ফুল-এরা ঝালে কাঁচা লংকা।