শিশুদের আজ স্বাস্থ্যটা হীন
আনন্দ নেই মনে
দিন-রাত শুধু বেঁধে রাখে তাদের
টিউশনি ঘরের কোনে।
দিনভর তারা স্কুলে থাকে
রাতে কোচিং সেন্টারে
প্রতিদিন তারা হিমশিম খায়
এত লেখা-পড়ার ভারে।
ইয়া বড় ব্যাগ ঝুলানো থাকে
পীঠের পেছনে তার
একই সাথে হাতে বয়ে নেয়
খাবার টিফিন কেয়ার।
এত সব চাপে শিশুদের আজ
দৈহিক বৃদ্ধি কম
শরীরটা তাদের একেবারে ক্ষীণ
মনে নেই উদ্যম।
কেবলি তাদের পড়া আর লেখা
নেই কোন বিনোদন
নেই কোন গান ক্রীড়া-কৌতুক
বইপোকা সারাক্ষণ।
ভাল ফলাফল ভাল জিপিএ
এই হল মূল লক্ষ্য
সমাজের সাথে শিশুদের আজ
নেই এতটুকু সখ্য।
শিশুদের প্রতি এ নিমর্মতা
প্রায়শঃ দেখতে পাই
উন্নয়নে আর বিজ্ঞানে শিশু
এগিয়ে যাবে যে তাই।
শিশুর নেই আজ পারিবারিক শিক্ষা
স্রষ্টামুখি জ্ঞান
বাবা-মা তাদের মুখ্য করেছে
স্বার্থপরতার ধ্যান।