কেমন করে লড়াই করে
চলব পথ আগামীতে,
অস্তিত্বহীন জীবন নিয়ে
কেমন করে থাকব বেঁচে?
মনবলটা দৃঢ় করে
সত্যকে বুকে রেখে
মিথ্যেকে কর বলিদান,
আগামীর পথে আসবেই বাঁধা
হোক সে পাহাড় সমান।
প্রতিটি রক্তকণিকার হোক বিসর্জন
তবুও সত্যের পথে হব না পিছুটান,
বর্তমানে নাই বা পেলাম
মরণের পর থাক না কিছু
আমার পিছু সেই ভাবনায়।
**********
|