আজ সোমবার , ৪ নভেম্বর ২০২৪ ইং  , ২০ কার্তিক ১৪৩১ বঃ , ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ
নীড় পাতা
শিরক-বিদ‘আতের অবসান

ছিঁড়ে ফেল তোর লটকানো তাবীয
ভুলে যা তোর খাজার নাম,
নতুন করে সাজা জীবন
কণ্ঠে তোল তোর রবের গান।
মসজিদ ছেঁড়ে মাযার ঘরে
ধরিস না তুই যিকিরটা,
থাকতে সময় করিস না ভুল
পোঁড়াস না তোর কপালটা।
কেমন যিকির করিসরে তুই
পীরের মাযার চরণে,
বেহুঁশ হয়ে থাকিস পড়ে
হুঁশ থাকে না পরাণের।
নারী-পুরুষ একই সাথে
ডাকছিস কেমন আল্লাহু,
আমীর হয়ে সামনে খাজা
পানির পাত্র মারছে ফুঁ…।
কেউবা নিচ্ছে কচ্ছপের জল
কেউবা পীরের চরণ ধূলা,
কেউবা গর্ভে চাচ্ছে মানিক
সুখ-আনন্দের নতুন ভেলা।
ভন্ডপীরের কান্ড দেখে
কেউবা হতবাক,
কেউবা তুলছে গাজার ধূয়া
কেউবা চাপছে নাক।
ছালাত ছেড়ে সমাজ নিয়ে
কেউবা হচ্ছে নেতা,
আশেক হয়ে পীর চরণে
বলছে মনের ব্যথা।
মাযার পূজা কবর পূজায়
দেশটা গেছে ভরে,
শিরক বিদ‘আত ছড়াছড়ি
সারা বাংলা জুড়ে।
কেউবা মুরিদ আট রশিতে
কেউবা খানজাহান,
কেউবা আবার শাহ জালাল
কেউবা শাহ পরান।
এসব থেকে সত্য দ্বীনের,
কে জানাবে আহবান?
বাংলার বুকে হবে কবে
শিরক-বিদ‘আতের অবসান?


**********

এই কবিতাটি ১১৫০ বার পড়া হয়েছে 
অন্যান্য কবিতাগুলো
কোন মন্তব্য নেই

আপনার মন্তব্য লিখুন

এই পোষ্টে মন্তব্য করতে অবশ্যই » লগইন করতে হবে ।
  • নামাজের সময়সূচী

    মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
    ওয়াক্ত শুরু জামাত
    ফজর ০৪.৪২ ০৫.১৫
    জোহর ১১.৪৪ ০১.১৫
    আসর ০৩.৫৩ ০৪.৩০
    মাগরিব ০৫.৩০ ০৫.৩৫
    এশা ০৬.৪৫ ০৭.১৫
    সূর্যোদয় : ০৫.৫৭ মিঃ
    সূর্যাস্ত : ০৫.২৯ মিঃ
  • Ads

  • অন্যান্য পাতাসমুহ



    Add Address

  • ভিজিটর তথ্য

    আপনার আইপি
    3.233.242.216
    আপনার অপারেটিং সিস্টেম
    Unknown
    আপনার ব্রাউজার
    " অপরিচিত "
  • ভিজিটর কাউন্টার


    free hit counter