হঠাৎ করে আসবে ওরে এরই নাম মরণ
এই কথাটি সারা জীবন রাখি যেন স্মরণ।
রাস্তা-ঘাটে ট্রেনে-যানে মরণ হ’তে পারে
সর্বদা তাই চলতে হবে প্রভুর নাম স্মরে।
প্রভুর আদেশ মানতে হবে
নবীর বাণী জানতে হবে
আদেশগুলো মেনে নিয়ে
নিষেধগুলো ফেলে দিয়ে
চালাই যদি জীবন
তাহ’লেই হ’তে পারে শান্তিদায়ক মরণ।
ঈমান নিয়ে হ’লে মরণ
জান্নাতে হবে তার আসন,
মালাকুল মউত আসবে যখন
করবে না সে কোন টেলিফোন
প্রতি মুহূর্তকে তাই স্মরণচিঠি ভাবি
প্রভুর গোলাম হ’তেই হবে হোক মোদের এ দাবী।
মালাকুল মউত আসার সাথে সাথে মরণ হবে ভাই
মউতের সময় হ’লে পরে আর রক্ষা নাই।
আল্লাহর পথে নবীর মতে জীবনটা কাটাই,
ভাল আমল না থাকলে বৃথা হবে জীবনটাই।