ঈদের হাসি ঝিলিক দেয় বাঁকা চাঁদের গায় ঈদের ছালাত আদায় করতে চলো ঈদগাহেতে যাই। আতর গোলাপ সুগন্ধি সবাই মাখামাখি দুঃখ-বিভেদ ভুলে গিয়ে প্রাণ খুলে সব হাসি। এক জামা‘আতে ছালাত পড়ি কাঁধে কাঁধ মিলে অতীতের হিংসা বিভেদ সবই যাই ভুলে। কুরবানী থেকে শিক্ষা নিই ত্যাগ-তিতিক্ষার তরে অনাথ যারা তাদের নিব অতি আপন করে। ঈদ মানে হাসি-খুশি নয় রেশা-রেশি থাকে যদি সবার মাঝে ভাল বাসা বাসি।