আমার মাঝে আমি আছি
এটাই আমার আত্মবল,
সঙ্গী আমার ভবের মাঝের
আমার যত কর্মফল।
সৃষ্টি যাহা ধ্বংস তাহা
ক্ষণস্থায়ী এ দুনিয়া,
দেখি জানি মানছি না তা
এমন কথা শুনিয়া।
সৃষ্টি যাঁহার আহার তাঁহার
তাঁহার প্রেমে কেন নেই এ মন,
আমার আমার আমি যে কার
ভাবিনি তা একটু ক্ষণ।
অহংকার তোমার কিসের দম্ভ
কিসের বাহাদুরী
মিত্যুর কাছে সবাই পরাজিত
কেউ আসেনি ফিরি।
কু-কর্মের ফল কত ভয়াবহ
মরলে তা টের পাবে,
একটি নেকী লক্ষ টাকায়
কিনতে নাহি পাবে।
থাকতে সময় সঠিকভাবে
ছালাত-ছিয়াম ধর,
আল-কুরআনের পথে চলে
সুশীল সমাজ গড়।
**********
|