জন্মের আগেও তুমি আপন
জন্মের পরেও তুমি
তোমার চাইতে বেশি আপন
কে আছে মা জননী ৷
তোমার দুগ্ধ পান করে মা
বড় হইছি আমি
প্রতি টানে তোমার কাছে
হয়েছি মা ঋনী ।
অনেক রাত জেগেছ মা
আমায় নিয়ে বুকে
ঘুম আসতে দেওনি তখন
তোমার দুটি চোখে ৷
ব্যাথা পেলে দৌড়ে এসে
উঠতাম মা তোমার বুকে
কত লাথ লেগেছে মা
তোমার বুকে আর পেটে ৷
তোমার সেবা পারিনি করতে
চলে গেলে মা তুমি
তোমার কথা মনে করে
এখনও আমি কাঁদি ৷
**********
|