আজ শুক্রবার , ৮ নভেম্বর ২০২৪ ইং  , ২৪ কার্তিক ১৪৩১ বঃ , ২১ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ
নীড় পাতা
মা জননী

জন্মের আগেও তুমি আপন
জন্মের পরেও তুমি
তোমার চাইতে বেশি আপন
কে আছে মা জননী ৷

তোমার দুগ্ধ পান করে মা
বড় হইছি আমি
প্রতি টানে তোমার কাছে
হয়েছি মা ঋনী ।

অনেক রাত জেগেছ মা
আমায় নিয়ে বুকে
ঘুম আসতে দেওনি তখন
তোমার দুটি চোখে ৷
ব্যাথা পেলে দৌড়ে এসে
উঠতাম মা তোমার বুকে
কত লাথ লেগেছে মা
তোমার বুকে আর পেটে ৷

তোমার সেবা পারিনি করতে
চলে গেলে মা তুমি
তোমার কথা মনে করে
এখনও আমি কাঁদি ৷


**********

এই কবিতাটি ১২৬২ বার পড়া হয়েছে 
অন্যান্য কবিতাগুলো
কোন মন্তব্য নেই

আপনার মন্তব্য লিখুন

এই পোষ্টে মন্তব্য করতে অবশ্যই » লগইন করতে হবে ।
  • নামাজের সময়সূচী

    মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
    ওয়াক্ত শুরু জামাত
    ফজর ০৪.৪২ ০৫.১৫
    জোহর ১১.৪৪ ০১.১৫
    আসর ০৩.৫৩ ০৪.৩০
    মাগরিব ০৫.৩০ ০৫.৩৫
    এশা ০৬.৪৫ ০৭.১৫
    সূর্যোদয় : ০৫.৫৭ মিঃ
    সূর্যাস্ত : ০৫.২৯ মিঃ
  • Ads

  • অন্যান্য পাতাসমুহ



    Add Address

  • ভিজিটর তথ্য

    আপনার আইপি
    34.239.153.44
    আপনার অপারেটিং সিস্টেম
    Unknown
    আপনার ব্রাউজার
    " অপরিচিত "
  • ভিজিটর কাউন্টার


    free hit counter