আর কতকাল মাগো আমায়
থাকবে ছেড়ে বলো
তোমার কাছে এবার আমায়
রাখতে নিয়ে চলো।
তোমায় ছাড়া আমার যে মা
ভাল লাগে না
পড়াশুনা খেলাধুলায়
মন যে বসে না।
তোমার কথা তোমার স্নেহ
মনে ফিরে আসে
অবুঝ এ দু’চোখ শুধু
তোমায় খুঁজে ফিরে।
কি করে মা থাকি বলো
আমার মাকে ছেড়ে
জানি গো মা কষ্ট তোমার
থাকতে মাটির ঘরে।
তোমার সাথে থাকতে মাগো
আসছে তোমার ছেলে
চিরকালের জন্য যাকে
গিয়েছিলে ফেলে।
**********
|