আজ শনিবার , ১ এপ্রিল ২০২৩ ইং  , ১৮ চৈত্র ১৪২৯ বঃ , ১১ জমাদিউস সানি ১৪৪৪ হিঃ
নীড় পাতা
মহীয়সী

সীমাহীন আকাশে শত নক্ষত্রের মাঝে,
তুমি চির উজ্জ্বল।
শত দুঃখ দুর্দশার মাঝেও
তুমি উচ্ছল।
মনুষ্যত্বের চরম দুর্ভিক্ষেও
তুমি সচ্ছল।
কালোয় কলুষিত এ ধরণিতে,
তুমি নির্মল।
চারিদিকে নির্মমতার আবেশ সত্ত্বেও
তুমি কোমল।
সূর্যের প্রচণ্ড উত্তাপেও
তুমি শীতল।
গভীর নিশীথের জমাট অন্ধকারে,
তুমি কর ঝলমল।
লাগামহীন উদ্দাম এই বসুধার
তুমিই শৃঙ্খল।
মৃত্যুপথযাত্রী শোষিত মানবতার
তুমি অমৃত জল।
সম্পদহীন রিক্ত নদীর কাছে,
তুমি ঐশ্বর্যের ঢল।
পৃথিবীর সকল ভালবাসাই যেন,
তোমার দখল।
চির মহীয়সী জননী আমার,
তুমিই জীবনের কল্লোল।
আমার শেষ ঠিকানা হয় যেন,
তোমারই আচল।


**********

এই কবিতাটি ৯৯৬ বার পড়া হয়েছে 
অন্যান্য কবিতাগুলো
কোন মন্তব্য নেই

আপনার মন্তব্য লিখুন

এই পোষ্টে মন্তব্য করতে অবশ্যই » লগইন করতে হবে ।
  • নামাজের সময়সূচী

    মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
    ওয়াক্ত শুরু জামাত
    ফজর ০৪.৪২ ০৫.১৫
    জোহর ১১.৪৪ ০১.১৫
    আসর ০৩.৫৩ ০৪.৩০
    মাগরিব ০৫.৩০ ০৫.৩৫
    এশা ০৬.৪৫ ০৭.১৫
    সূর্যোদয় : ০৫.৫৭ মিঃ
    সূর্যাস্ত : ০৫.২৯ মিঃ
  • Ads

  • অন্যান্য পাতাসমুহ



    Add Address

  • ভিজিটর তথ্য

    আপনার আইপি
    3.238.250.73
    আপনার অপারেটিং সিস্টেম
    Unknown
    আপনার ব্রাউজার
    " অপরিচিত "
  • ভিজিটর কাউন্টার


    free hit counter