মা আমার মা প্রিয় আমার মা এক ডাকেতে প্রাণ ভরে যার নেই কো তুলনা
মা আমার মা লক্ষি আমার মা যার কথাতে প্রাণ ভরে সে আমার মা ।
আল্লাহর পর যাকে আমি বেশি ভালবাসি সে আমার মা আপন বলতে যাকে চিনি সে আমার মা
যে কথাতে আছে মধু সেটি হল – মা