মায়ের কথা মনে হলেই দু’চোখ ওঠে ভিজে। কেমন করে বুঝবে তোমরা ব্যাথা আমার কি যে ? আব্বা ভীষন আদর করে করেন মামা-মামি, তবু আমার মনে কষ্ট শুধু রয় কারো দেওয়া ভালোবাসাই মায়ের মতো নয়। লাগছে খারাপ মাকে নিয়ে লিখতে কবিতা এই, কারন জান-দুঃখী আমি মা যে আমার নেই।