আম বলে, সেরা আমি
জৈষ্ঠের ফল
আমি ছাড়া জাতীয় কে
হতে পারে বল!
লিচু বলে, রঙে রঙে
ভরে তুলি মন
জাতীয় না আমি হলে
হবে কোন জন?
তাল বলে জাতীয় কি ছোটখাটো পদ
আমি ছাড়া কে হবে তা
কে-বা করে রদ!
জাম বলে, শোন ভাই
আম লিচু তাল
বড়াই করেনি তাই
জাতীয় কাঁঠাল।
প্রকাশিতঃ- ভোরের কাগজ – ২৩.০৫.২০১২
**********
|