প্রতিদিন ঘুম হতে ওঠে খুকি খুব ভোর
বিছানায় বসে বসে কেঁদে ওঠে খুব জোরে।
কান্নাটা থেমে গেলে করে থাকে মুখ কালো
মা বলেন- ভালো খুকি, হেসে ঘর করো আলো।
খেতে দিলে কখনো সে ভালোমতো খায় না
এটা-ওটা কিনে দিতে ধরে রোজ বায়না।
এই নিয়ে রেগে গিয়ে ফোলে পেট, দুই গাল
মা বলেন- খাও সোনা, কিনে দেব সব কাল।
মাঝে মাঝে জল ঢেলে সারা মেঝে কাদা করে
গলা ছেড়ে চেঁচামেচি যদি কাজে বাধা পড়ে।
মা বলেন- ঠিক আছে, ঢালো জল আরো ঢালো
সোনা চান খুকুমণি খুব ভালো, খুব ভালো।
প্রকাশিতঃ- ভোরের কাগজ – ২৩.০৫.২০১২
**********
|