আজ শুক্রবার , ২৯ মার্চ ২০২৪ ইং  , ১৫ চৈত্র ১৪৩০ বঃ , ৮ জমাদিউস সানি ১৪৪৫ হিঃ
নীড় পাতা
ছড়িয়ে আছে জন্মভূমি

কাদা-মাটির যত্নে বোনা সুখ
ছাউনি খড়ের এই তো স্বপ্নটুক্,
মাঠের সবুজ ছন্দদোলা বুক
দেখি আমার দেশের শান্ত মুখ।
হাওর, বাঁওড়, বিলে-ঝিলে
রাখাল ছেলের সঙ্গে মিলে
দেখবে কি যে মন মাতানো রূপ,
উত্তরে যাও, দক্ষিণে যাও এক্কেবারে চুপ!
কান্ত হয়ে আমার কাছে এসো তুমি
আমার বুকে ছড়িয়ে আছে জন্মভূমি,
শান্ত আকাশ-আকাশ নীলে নীলের মেলা,
সকাল-সন্ধ্যা শান্তি সেথা করছে খেলা।

প্রকাশিতঃ ভোরের কাগজ – ২৩.০৫.২০১২


**********

এই কবিতাটি ১১০১ বার পড়া হয়েছে 
অন্যান্য কবিতাগুলো
কোন মন্তব্য নেই

আপনার মন্তব্য লিখুন

এই পোষ্টে মন্তব্য করতে অবশ্যই » লগইন করতে হবে ।
  • নামাজের সময়সূচী

    মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
    ওয়াক্ত শুরু জামাত
    ফজর ০৪.৪২ ০৫.১৫
    জোহর ১১.৪৪ ০১.১৫
    আসর ০৩.৫৩ ০৪.৩০
    মাগরিব ০৫.৩০ ০৫.৩৫
    এশা ০৬.৪৫ ০৭.১৫
    সূর্যোদয় : ০৫.৫৭ মিঃ
    সূর্যাস্ত : ০৫.২৯ মিঃ
  • Ads

  • অন্যান্য পাতাসমুহ



    Add Address

  • ভিজিটর তথ্য

    আপনার আইপি
    54.160.133.33
    আপনার অপারেটিং সিস্টেম
    Unknown
    আপনার ব্রাউজার
    " অপরিচিত "
  • ভিজিটর কাউন্টার


    free hit counter