গ্রীষ্মের ছুটিতে এবার,
মামার বাড়ি যাবো।
আম, জাম, কাঁঠাল, পেয়ারা,
কমলা-লিচু যে কতো খাবো।
নানা-নানি, মামা-মামির
কতো যে আদর পাবো।
দুধ-ভাত, আর মাছ-মাংস,
কতো কি যে খাবো।
গ্রীষ্মের ছুটিতে এবার,
খুব মজা হবে।
যারা যাবে মামার বাড়ি,
আদর তারাই শুধু পাবে।
**********
|