ওঠো ওরে যুব সমাজ
দেখো নতুন ভোর ।
উপবাসীর জন্য আজি
খোলে দাও দোর ।
ফুল যেমন গন্ধ ছড়ায়
মন উজাড় করে ।
মোদের খাবার বিলিয়ে দেব
অনাহারীর তরে ।
হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে
শান্তির শপথ করি ।
মিলেমিশে আমরা সবাই
উজ্জ্বল সমাজ গড়ি ।
মোদের দ্বারা কষ্ট যেন
পায় না কেহ মনে
এই কথাটি স্মরণ যেন
থাকে প্রতিক্ষণে ।
প্রতিবেশী কেউ না যেন
থাকে উপোসিত
নইলে কিন্তু মানব জীবন
হবে কলুষিত।
**********
|