জান্নাতের দ্বার খোলে এলোরে রমজান
তাইতো সবার মনে বইছে খুশির বান ।
রহমতের বার্তা নিয়ে এলোরে রমজান
নিরসনের বার্তা নিয়ে এলোরে রমজান
পরিত্রানের বার্তা নিয়ে এলোরে রমজান
তাইতো সবার মনে বইছে খুশির বান ।
শুরু হলো রোজা , রহমতের দ্বার খোলা
নিয়ে নাও অব্যাহতি ওরে আত্ম ভোলা।
ওগো মোমিন মুসলমান করোনা দেরী
বরকতময় খাবার , খেয়ে নাও সেহেরী
সেহেরী খাও রোজা রাখ , পাবে পরিত্রাণ
রহমতের বার্তা নিয়ে এলোরে রমজান।
দণ্ডায়মান হবে যেদিন কঠিন ঐ হাসরে
হিসাব নিবেন জারে জারে কঠিন কাহহারে।
সেদিন কেউ উঠবে খালি হাতে , কেউবা উলঙ্গ
রোজাই তখন বস্ত্র হয়ে ঢাকবে তাদের অঙ্গ।
হে সত্যান্বেষী , এসো সত্য পথের পানে।
অনুকম্পা লুটে নাও , ভাস মুক্তির বানে।
হে বিপথগামী সময়কে করোনা অনবধান
জান্নাতের দ্বার খোলে এলোরে রমজান।
**********
|