আজ শনিবার , ২৭ এপ্রিল ২০২৪ ইং  , ১৪ বৈশাখ ১৪৩১ বঃ , ৭ রজব ১৪৪৫ হিঃ
নীড় পাতা
দূর হোক ভেজাল

চালে ভেজাল ডালে ভেজাল
তেলেও ভেজাল হায়!
ভেজাল খাবার খাচ্ছে সবাই
বাঁচার কি উপায়?
মাছে ভেজাল গোশতে ভেজাল
দুধেও ভেজাল হায়!
নির্ভেজাল নেই কোথাও
এখন কি উপায়?
ফল ফলাদি যত সব
বাজারজাত হয়
তাও সব ভেজাল যুক্ত
নির্ভেজাল নয়।
ভেজাল যুক্ত খাবার যখন
দৈনন্দিন খাই,
দেহ-মন সুস্থ রাখার
কোন পথ নাই।
খাদ্যদ্রব্যে ভেজাল মিশানো
এটাই শেষ নয়
কুরআন-হাদীছ শিক্ষা দিতেও
ভেজাল শিখানো হয়।
আল্লাহর ভয় থাকবে যখন
সবার অন্তরে
আসলে ভেজাল মিশানো
বন্ধ হবে চিরতরে।
ইহকাল পরকালে
মুক্তি পেতে হলে
আসতে হবে নির্ভেজাল
তাওহীদী পতাকাতলে।


**********

এই কবিতাটি ১০৯১ বার পড়া হয়েছে 
অন্যান্য কবিতাগুলো
কোন মন্তব্য নেই

আপনার মন্তব্য লিখুন

এই পোষ্টে মন্তব্য করতে অবশ্যই » লগইন করতে হবে ।
  • নামাজের সময়সূচী

    মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
    ওয়াক্ত শুরু জামাত
    ফজর ০৪.৪২ ০৫.১৫
    জোহর ১১.৪৪ ০১.১৫
    আসর ০৩.৫৩ ০৪.৩০
    মাগরিব ০৫.৩০ ০৫.৩৫
    এশা ০৬.৪৫ ০৭.১৫
    সূর্যোদয় : ০৫.৫৭ মিঃ
    সূর্যাস্ত : ০৫.২৯ মিঃ
  • Ads

  • অন্যান্য পাতাসমুহ



    Add Address

  • ভিজিটর তথ্য

    আপনার আইপি
    18.191.132.194
    আপনার অপারেটিং সিস্টেম
    Unknown
    আপনার ব্রাউজার
    " অপরিচিত "
  • ভিজিটর কাউন্টার


    free hit counter