আপনার স্মার্টফোন দিয়ে স্কিনশর্ট নিন কোন এপস ছাড়াই

আসসালামু আলাইকুম
আজ আমি আপনাদের সাথে ছোট একটা টিপস শেয়ার করব যা হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না।
আপনার ফোনটি যদি এন্ড্রয়েড চালিত স্মার্টফোন হয় তাহলে আপনি খুব সহজেই এ থেকে স্কিনশর্ট নিতে পারবেন কোন রকম এপস ইন্সট্রল করা ছাড়াই । এটি আপনার মোবাইল এর ডিফল্ট ফাংশন । যারা স্কিনশর্ট এপস তৈরি করে তারা শুধু ফাও ফাও আপনার সেটে তাদের এপসটি ইন্সট্রল করাবে আর স্কিনশর্ট নিতে যে নিয়ম বলবে এটা আপনার সেটেরই ফাংশন । আপনি এপসটি আনইন্সট্রল করে দেখুন একই নিয়মে আপনার মোবাইল দিয়ে স্কিনশর্ট নেওয়া যাবে । ও শুধু শুধু বক বক করছি কাজের কথায় আসি ।
আপনার মহা মূল্যবান মোবাইলটি দিয়ে স্কিনশর্ট নিতে যে পেইজের স্কিনশর্ট নিবেন আগে সেই পেইজ ওপেন করুন
এবার জাস্ট আপনার সেটের পাওয়া বাটন এবং নিচের ভলিয়ম বাটন একসাথে চেপে ধরুন যতক্ষন ছবি তোলার শাটার এর মত শব্দ না হবে। তবে আমার মনে হয় দুই তিন সেকেন্ড ধরে রাখলেই হবে । ব্যস কাজ শেষ ।
আপনার স্কিনশর্ট দেখুন আপনার গ্যালারীকে সেভ হয়েছে ।
এই নিয়মটি আমি ওয়ালটন ও সামস্যাং মোবাইলে সফল হয়েছি আপনিও চেষ্টা করে দেখতে পারেন ।
কারো মোবাইলে কাজ না করলে অনুগ্রহ করে গালি দিবেন না ।
আল্লাহ হাফেজ ।