বাংলাদেশের বিভিন্ন মোবাইল অপারেটরদের নতুন FNF করা ও FNF ডিলিট/পরিবর্তন করার নিয়ম

আসসালামু আলাইকুম । সবাই কেমন আছেন । আশা করি ভাল আছেন ।
আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই প্রয়োজনীয় একটা টিপস আর তা হল আপনার ব্যবহার করা মোবাইল অপারেটরের এফএনএফ ( FNF ) করার নিয়ম । এটা খুবই প্রয়োজনীয় ছোট্র একটা টিপস অথচ এটা আমাদের অনেকেরই মনে থাকে না।
আসুন জেনে নিই বিভিন্ন মোবাইল অপারেটরের এফএনএফ ( FNF ) করার নিয়মাবলীঃ
১. গ্রামীনফোন ( ফ্রি )
গ্রামীনফোনের এফএনএফ ( FNF ) সেট করা বা ডিলিট করা বা পরিবর্তন করার জন্য
ডায়াল করুন *2888#
২. বাংলালিংক ( ফ্রি )
বাংলালিংক এ এফএনএফ ( FNF ) সেট করা বা ডিলিট করা বা পরিবর্তন করার জন্য
ডায়াল করুন *121*4#
৩. রবি ( ফ্রি )
রবিতে এফএনএফ ( FNF ) সেট করা বা ডিলিট করা বা পরিবর্তন করার জন্যঃ
আপনি যেভাবে এফএনএফ ও প্রিয় নম্বর নির্ধারণ করবেন:
১. *140# ডায়াল করে এফএনএফ ও প্রিয় নম্বর নির্বাচণ করুন এবং পরবর্তী নির্দেশনা অনুসরণ করুন।
২. ৮টি এফএনএফ নম্বর চালু করার জন্য নিচের নির্দেশনা অনুযায়ী ম্যাসেজ লিখে ৮৩৬৩ নম্বরে পাঠিয়ে দিন।
# এফএনএফ নম্বর যোগ করতে A লিখে এফএনএফ নম্বর লিখুন এবং Send করুন 8363
যেমন A 018XXXXXXXX 017XXXXXXXX 019XXXXXXXX
# প্রিয় নম্বর যোগ করতে P লিখে প্রিয় পার্টনার নম্বর লিখুন এবং Send করুন 8363
যেমন P 018XXXXXXXX
# এফএনএফ এবং প্রিয় নম্বর মুছে ফেলতে D লিখে নম্বর লিখুন
যেমন D 018XXXXXXXX
# কোন কোন এফএনএফ এবং প্রিয় নম্বর করা আছে জানতে F লিখে এসএমএস করুন 8363 নাম্বারে ।
# বিস্তারিত এফএনএফ সংক্রান্ত সবকিছু জানতে H লিখে এসএমএস করুন 8363 নাম্বারে ।
দ্রষ্টব্য:
– একটি এসএমএস ক’রে সর্বোচ্চ ৩টি এফএনএফ নম্বর যোগ করা যাবে।
– একটি এসএমএস ক’রে কেবল ১টি প্রিয় নম্বর যোগ করা যাবে।
– একটি এসএমএস ক’রে এফএনএফ ও প্রিয় নম্বর তালিকা থেকে কেবল ১টি নম্বর মুছে ফেলা যাবে।
– ১৫ দিন পর যেকোন এফএনএফ এবং প্রিয় নম্বর পরিবর্তন করা যাবে।
– এসএমএস এর ক্ষেত্রে চার্জ প্রযোজ্য হবে না।
৩. এয়ারটেল ( ফ্রি )
আপনার এয়ারটেল সিমের মেনু থেকে সেলফ সার্ভিস থেকে ফ্রেন্ডস এন্ড ফ্যামেলিতে গিয়ে এফএনএফ সার্ভিসের সব করতে পারবেন।
অথবা ডায়াল করুন *121*4#
৪. টেলিটক ( ফ্রি )
ডায়াল করুন 1515
৫. সিটিসেল ( ফ্রি )
FnF Setting:
# এফএনএফ সেট করতে এফএনএফ নাম্বারটি লিখে মেসেজ পাঠিয়ে দিন 1111 নাম্বারে
# কোন কোন নাম্বার এফএনএফ করা আছে দেখতে View লিখে মেসেজ পাঠিয়ে দিন 1111 নাম্বারে
# এফএনএফ নাম্বার পরিবর্তন করতে প্রথমে পুরাতন নাম্বারটি লিখুন তারপর নতুন নাম্বারটি লিখে মেসেজ পাঠিয়ে দিন 1111 নাম্বারে
বিঃদ্রঃ অপারেটর কোম্পানি যে কোন সময় যেকোন সার্ভিস বন্ধ করার অধিকার রাখে ।
আল্লাহ হাফেজ