আজ বৃহস্পতিবার , ২৮ মার্চ ২০২৪ ইং  , ১৪ চৈত্র ১৪৩০ বঃ , ৭ জমাদিউস সানি ১৪৪৫ হিঃ

এন্ড্রয়েডের সকল লক খুলে ফেলুন শুধুমাত্র একটি পদ্ধতিতে ( প্যাটার্ণ লক, পাসওয়ার্ড লক, ফিংগার লক, অন্যান্য লক )

আসসালামু আলাইকুম ।  সবাই কেমন আছেন ।

আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে লক করা মোবাইল রিসেট করবেন । আমার শিরোনামটা যদিও একটু ব্যতিক্রম কিন্তু মুল বিষয়ই হল ফ্যাক্টরী রিসেট করা । আসলে এখানে লক খোলার কথা এই জন্য বলা হয়েছে যে যদি আপনি কোন কারণে আপনার মোবাইলের পাসওয়ার্ড ভুলে যান তখন তো আর মোবাইলটি ওপেন করতে পারবেন না । আপনার মোবাইলটি ওপেন থাকলে আপনি সেটিং থেকে ফ্যাক্টরী রিসেট দিতে পারতেন যেহেতু আপনি মোবাইলটি খুলতেই পারছেন না তো ফ্যাক্টরী রিসেট কিভাবে করবেন । হুমম এই বিষয়টিই আজ এই পোষ্ট এ তুলে ধরব ।

আপনার মোবাইল যখন লক থাকবে সে অবস্থায় ফ্যাক্টরী রিসেট করা নিয়ম নিচে দেওয়া হল । এই নিয়মটি আপনার জানা থাকলে কোন কারণে মোবাইল লক হয়ে গেলে বা পাসওয়ার্ড ভুলে গেলে এই নিয়মে ফ্যাক্টরী রিসেট করে মোবাইলটি আবার ব্যবহার উপযোগী করা যায় । এই কাজটা মোবাইল মেরামতের দোকান থেকে করালে আপনার প্রায় ২০০ – ৩০০ টাকার মত লাগতে পারে ।

আগেই বলে রাখা ভাল যে এভাবে ফ্যাক্টরী রিসেট করলে আপনার মোবাইলের ইন্টারনাল স্টোরেজ এ যা কিছু থাকবে সবই ডিলিট হয়ে যাবে । ফ্যাক্টরী রিসেট দিলে আপনার মোবাইলটি কিনার সময় যেমন ছিল ঠিক ঐরকম ই হয়ে যাবে । ফ্যাক্টরী রিসেট দেওয়ার পর আবার সব এপসগুলো ইন্সট্রল দিতে হবে । আবার মোবাইল মেমোরীতে থাকা সব কনট্রাক্ট চলে যাবে । তবে যদি জিমেইল এ কন্ট্রাক্ট ব্যাকআপ থাকে তবে আবার রিস্টোর করে নিতে পারবেন ।

আসুন এবার দেখি কিভাবে এটা করবেন । সব মোবাইলেই প্রায়ই এক রকম নিয়ম তবে কিছু কিছু মোবাইলে হয়তো নিয়মটা একটু ব্যতিক্রম হতে পারে ।

১. লক হয়ে যাওয়া মোবাইল ফোনটি হাতে নিন । প্রথমে আপনারে সেটটি অফ করুন। পাওয়ার বাটন চেপে ধরে অফ করুন না হলে ব্যাটারী খুলে অফ করে আবার ব্যাটারী লাগান । চালু করবেন না ।

২. এবার Power Button + Volume Up Button চেপে ধরুন ( বিঃদ্রঃ যাদের মোবাইলের নিচে মেনু সুইচ আছে তারা Power Button+Menu Swith+Volume Up Button চাপুন )। নিচের ছবি দেখুন
Android System Recovery 3

৩. এবার যতক্ষণ পর্যন্ত মোবাইলের নাম না আসে ততক্ষণ ধরে রাখুন। এবার দেখুন একটি মেনু আপনার ডিসপ্লেতে এসেছে। নিচের ছবির মত

Android System Recovery
Android System Recovery

৪. এবার এখান থেকে wipe data/factory reset সিলেক্ট করুন ( Down Volume দ্বারা নেভিগেশান করবেন )।

৫. এবার নিচের মত একটি পেজ আসবে। সেখান থেকে Yes — delete all user data সিলেক্ট করুন।
নিচের চিত্রে দেখুনঃ
Android System Recovery 2
৬.
একটু সময় অপেক্ষা করুন  । এবার নিচের মত আরেকটি পেজ আসবে (যা প্রথম এসেছিল)।

Android System Recovery

৭. এবার এখান থেকে reboot system now সিলেক্ট করুন ওকে করুন । তারপর দেখবেন আপনার মোবাইলটি রিস্টার্ট নিচ্ছে। রিস্টার্ট নিতে হয়তো একটু সময় নিতে পারে ধৈর্য্য নিয়ে অপেক্ষা করুন।

৮. রিস্টার্ট নেওয়া শেষ হলে আপনার সেট রেডি ব্যবহারের জন্য । এবার নিজের মত সেটিং করে নিন ।

কাজ শেষ আপনার মোবাইল আনলক হয়ে গেছে ।

বিঃদ্রঃ মোবাইল সেটিং সম্পর্কে কারো যদি ভাল ধারণা না থাকে তবে এই কাজ না করাই ভাল । আগে বিষয়টি ভালভাবে বুঝে তারপর কাজ করুন । কারণ কোনরকম ওল্টাপাল্টা হয়ে মোবাইল ফোনটি ডেড হয়ে গেলে আমাদের কোন দোষ দিতে পারবেন না ।

আরো ভাল জানার জন্য এখান থেকে ঘুরে আসতে পারেন এবং নিচের ভিডিও টিউটোরিয়ালটি দেখে নিতে পারেন ।

এরকম আরো ভিডিও টিউটোরিয়াল পাবেন ইউটিউবে । প্রয়োজনে ভাল করে বিষয়টা বুঝে কাজ করুন ।

আশা করি আপনার সমস্যা সমাধান হবে ইন শা আল্লাহ ।

আল্লাহ হাফেজ ।

 

বিভাগঃ মোবাইল । এই পোষ্টটি ৫১৭৮ বার পড়া হয়েছে
কোন মন্তব্য নেই

আপনার মন্তব্য লিখুন

এই পোষ্টে মন্তব্য করতে অবশ্যই » লগইন করতে হবে ।
  • নামাজের সময়সূচী

    মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
    ওয়াক্ত শুরু জামাত
    ফজর ০৪.৪২ ০৫.১৫
    জোহর ১১.৪৪ ০১.১৫
    আসর ০৩.৫৩ ০৪.৩০
    মাগরিব ০৫.৩০ ০৫.৩৫
    এশা ০৬.৪৫ ০৭.১৫
    সূর্যোদয় : ০৫.৫৭ মিঃ
    সূর্যাস্ত : ০৫.২৯ মিঃ
  • Ads

  • অন্যান্য পাতাসমুহ



    Add Address

  • ভিজিটর তথ্য

    আপনার আইপি
    34.229.50.161
    আপনার অপারেটিং সিস্টেম
    Unknown
    আপনার ব্রাউজার
    " অপরিচিত "
  • ভিজিটর কাউন্টার


    free hit counter