আজ শুক্রবার , ২৬ এপ্রিল ২০২৪ ইং  , ১৩ বৈশাখ ১৪৩১ বঃ , ৬ রজব ১৪৪৫ হিঃ

এন্ড্রয়েড মোবাইল দিয়ে ডাউনলোড করুন ফেইসবুক, ইউটিউব বা যেকোন সাইট থেকে ভিডিও

আসসালামু আলাইকুম । সবাই কেমন আছেন । আশা করি ভাল । আমিও আল্লাহর রহমতে ভাল আছি ।

আজ আমি আপনাদের শিখাব কিভাবে ফেইসবুক এবং ইউটিউব বা অন্য কোন সাইট থেকে ভিডিও ডাউনলোড করবেন ।
আমরা এই বিষয়গুলো কয়েকটা পদ্ধতিতে দেখাব । আপনার যেটি ভাল লাগে ব্যবহার করতে পারেন । আবার আপনার সবগুলো পদ্ধতি কাজ নাও করতে পারে । তাই যার যেটা কাজ করে সে সেটা দিয়েই কাজ চালিয়ে যান । একটা না হলে অন্য চেষ্টা করুন । আমার কাছে সবগুলোই কাজ করেছে ।

প্রথমে আমরা এই কাজটি করার জন্য একটা অ্যাপস এর সাহায্য নিব । অ্যাপটির নাম টিউবমেট ( TubeMate YouTube Downloader )। এটি হয়তো অনেকেই ব্যবহার করেছেন । আমার ভাল লাগে অ্যাপটি । এই অ্যাপটি ডাউনলোড করুন নিচের যেকোন একটি লিংক থেকে ।

ডাউনলোড লিংক ১

ডাউনলোড লিংক ২

ডাউনলোড লিংক ৩

ডাউনলোড করে ইন্সট্রল করুন । এবার ফেইসবুক অ্যাপস এ ঢুকুন এবং একটা ভিডিও বের করুন ক্লিক দিবেন না । উপরের ডান কোণে দেখুন একটা ডাউন এরো আছে এতে ক্লিক করুন এবং সেভ ভিডিও দিন । অপেক্ষা করুন কাজ শেষ হয়নি । এবার আপনার ফেইসবুক অ্যাপস এর বাম পাশের মেনু থেকে Save মেনুতে যান। সেখানে গিয়ে দেখুন আপনার সেভ করা ভিডিও বা পোষ্টগুলো দেখাচ্ছে । এবার যে ভিডিওটি ডাউনলোড দিবেন সেটায় ক্লিক করুন এবং অপেন করুন টিউবমেট অ্যাপস দিয়ে । এবার টিউবমেট এর নিচে ডাউনলোড বাটনে ক্লিক করুন আর দেখুন ডাউনলোড শুরু হয়ে গেছে ।
উপরের কাজটি ছবি সহ দেখতে নিচের লিংকে ক্লিক করুন ।

ফেইসবুক টিউটোরিয়ালটি দেখুন

এই অ্যাপ ছাড়াও আপনি খুব সহজেই অপেরা মিনি ফর এন্ড্রয়েড মানে অপেরা ব্রাউজার দিয়ে খুব সহজেই ভিডিও ডাউনলোড দিতে পারবেন ।
অপেরা চালু করে ফেইসবুক এ লগইন করুন এবং একটা ভিডিও প্লে করুন দেখুন নিচের কোণায় ডাউনলোড আইকন চলে আসছে । ডাউনলোড আইকনে ক্লিক করুন । দেখুবেন ডাউনলোড করতে পারছেন ।

আরেকটা পদ্ধতি হল অন্য একটা সাইটে গিয়ে Savefrom.net ইউটিউব বা ফেইসবুক ভিডিও এর ইউআরএল কপি করে একটি বক্স পাবেন এতে পেষ্ট করুন এবং ডাউনলোড বাটনে ক্লিক করুন এবং একটু অপেক্ষা করুন । একটু পর দেখুন নিচে ভিডিও টির কতগুলো ফরমেট দেখাচ্ছে । আপনি যে ফরমেট এর ভিডিও ডাউনলোড দিতে চান সেই ফরমেটে ক্লিক করুন । ব্যস ডাউনলোড শুরু হয়ে যাবে । এই কাজটি সব ব্রাউজারে নাও কাজ করতে পারে । একটি ব্রাউজার না হলে অন্যটি দিয়ে ট্রাই করে দেখুন ।

আরো জানতে দেখতে পারেন এই ভিডিও টিউটোরিয়ালগুলো । আশা করি বুঝতে পারবেন ।

 

 

 

 

 

 

বিভাগঃ মোবাইল । এই পোষ্টটি ৭১৫৬ বার পড়া হয়েছে
কোন মন্তব্য নেই

আপনার মন্তব্য লিখুন

এই পোষ্টে মন্তব্য করতে অবশ্যই » লগইন করতে হবে ।
  • নামাজের সময়সূচী

    মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
    ওয়াক্ত শুরু জামাত
    ফজর ০৪.৪২ ০৫.১৫
    জোহর ১১.৪৪ ০১.১৫
    আসর ০৩.৫৩ ০৪.৩০
    মাগরিব ০৫.৩০ ০৫.৩৫
    এশা ০৬.৪৫ ০৭.১৫
    সূর্যোদয় : ০৫.৫৭ মিঃ
    সূর্যাস্ত : ০৫.২৯ মিঃ
  • Ads

  • অন্যান্য পাতাসমুহ



    Add Address

  • ভিজিটর তথ্য

    আপনার আইপি
    3.17.150.163
    আপনার অপারেটিং সিস্টেম
    Unknown
    আপনার ব্রাউজার
    " অপরিচিত "
  • ভিজিটর কাউন্টার


    free hit counter