এন্ড্রয়েড মোবাইল দিয়ে ডাউনলোড করুন ফেইসবুক, ইউটিউব বা যেকোন সাইট থেকে ভিডিও
আসসালামু আলাইকুম । সবাই কেমন আছেন । আশা করি ভাল । আমিও আল্লাহর রহমতে ভাল আছি ।
আজ আমি আপনাদের শিখাব কিভাবে ফেইসবুক এবং ইউটিউব বা অন্য কোন সাইট থেকে ভিডিও ডাউনলোড করবেন ।
আমরা এই বিষয়গুলো কয়েকটা পদ্ধতিতে দেখাব । আপনার যেটি ভাল লাগে ব্যবহার করতে পারেন । আবার আপনার সবগুলো পদ্ধতি কাজ নাও করতে পারে । তাই যার যেটা কাজ করে সে সেটা দিয়েই কাজ চালিয়ে যান । একটা না হলে অন্য চেষ্টা করুন । আমার কাছে সবগুলোই কাজ করেছে ।
প্রথমে আমরা এই কাজটি করার জন্য একটা অ্যাপস এর সাহায্য নিব । অ্যাপটির নাম টিউবমেট ( TubeMate YouTube Downloader )। এটি হয়তো অনেকেই ব্যবহার করেছেন । আমার ভাল লাগে অ্যাপটি । এই অ্যাপটি ডাউনলোড করুন নিচের যেকোন একটি লিংক থেকে ।
ডাউনলোড করে ইন্সট্রল করুন । এবার ফেইসবুক অ্যাপস এ ঢুকুন এবং একটা ভিডিও বের করুন ক্লিক দিবেন না । উপরের ডান কোণে দেখুন একটা ডাউন এরো আছে এতে ক্লিক করুন এবং সেভ ভিডিও দিন । অপেক্ষা করুন কাজ শেষ হয়নি । এবার আপনার ফেইসবুক অ্যাপস এর বাম পাশের মেনু থেকে Save মেনুতে যান। সেখানে গিয়ে দেখুন আপনার সেভ করা ভিডিও বা পোষ্টগুলো দেখাচ্ছে । এবার যে ভিডিওটি ডাউনলোড দিবেন সেটায় ক্লিক করুন এবং অপেন করুন টিউবমেট অ্যাপস দিয়ে । এবার টিউবমেট এর নিচে ডাউনলোড বাটনে ক্লিক করুন আর দেখুন ডাউনলোড শুরু হয়ে গেছে ।
উপরের কাজটি ছবি সহ দেখতে নিচের লিংকে ক্লিক করুন ।
এই অ্যাপ ছাড়াও আপনি খুব সহজেই অপেরা মিনি ফর এন্ড্রয়েড মানে অপেরা ব্রাউজার দিয়ে খুব সহজেই ভিডিও ডাউনলোড দিতে পারবেন ।
অপেরা চালু করে ফেইসবুক এ লগইন করুন এবং একটা ভিডিও প্লে করুন দেখুন নিচের কোণায় ডাউনলোড আইকন চলে আসছে । ডাউনলোড আইকনে ক্লিক করুন । দেখুবেন ডাউনলোড করতে পারছেন ।
আরেকটা পদ্ধতি হল অন্য একটা সাইটে গিয়ে Savefrom.net ইউটিউব বা ফেইসবুক ভিডিও এর ইউআরএল কপি করে একটি বক্স পাবেন এতে পেষ্ট করুন এবং ডাউনলোড বাটনে ক্লিক করুন এবং একটু অপেক্ষা করুন । একটু পর দেখুন নিচে ভিডিও টির কতগুলো ফরমেট দেখাচ্ছে । আপনি যে ফরমেট এর ভিডিও ডাউনলোড দিতে চান সেই ফরমেটে ক্লিক করুন । ব্যস ডাউনলোড শুরু হয়ে যাবে । এই কাজটি সব ব্রাউজারে নাও কাজ করতে পারে । একটি ব্রাউজার না হলে অন্যটি দিয়ে ট্রাই করে দেখুন ।
আরো জানতে দেখতে পারেন এই ভিডিও টিউটোরিয়ালগুলো । আশা করি বুঝতে পারবেন ।