আজ শনিবার , ২০ এপ্রিল ২০২৪ ইং  , ৭ বৈশাখ ১৪৩১ বঃ , ৩০ জমাদিউস সানি ১৪৪৫ হিঃ

আপনার এন্ড্রয়েড স্মার্টফোনটিতে কানেক্ট করা ওয়াইফাই এর পাসওয়ার্ড জানুন খুব সহজেই

আসসালামু আলাইকুম । সবাই কেমন আছেন আশা করি ভাল আছেন । আমিও ভাল আছি । আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনার স্মার্টফোনটিতে কানেক্ট করা ওয়াইফাই এর পাসওয়ার্ড জানা যায় ।

 

ডিজিটাল যুগে এন্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করে না এমন লোক খুব কম আছে । আপনার মোবাইলে গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে ওয়াইফাই । আমরা সবাই জানি ওয়াইফাই দিয়ে সহজেই ইন্টারনেট ব্যবহার সহ আরো অনেক কাজ করা যায় । আপনার যদি নিজের ওয়াইফাই রাউটার থাকে তাহলে তো কথাই নাই । নিজের মত করে ওয়াইফাই কানেক্ট করে ইন্টারনেট ব্যবহার করতে পারেন কিন্তু আমার মত গরিব যারা তারা তো আর ইন্টারনেট কিনতে বা রাউটার কিনতে পারব না তাই আমাদের অন্য কারো ওয়াইফাই ব্যবহার করতে হয় । আমরা সবাই জানি প্রত্যেকটি ওয়াইফাই এ পাসওয়ার্ড দিয়ে লক করা থাকে যাতে যে কেউ সহজেই ব্যবহার করতে না পারে । দেখা গেল আপনার অফিসের বা আপনার বন্ধু বা পাড়াপ্রতিবেশী কারো ওয়াইফাই এর কানেকশন অনেক বলে কয়ে নিলেন । ওকে অনেক রিকুয়েস্ট করার পর পাসওয়ার্ড দিয়ে আপনার ফোনে ওয়াইফাই কানেক্ট করলেন । হঠাৎ কোন কারনে আপনার মোবাইল ফরমেট দেওয়া দরকার বা কোনভাবে টিপ লেগে ওয়াইফাই সেট করা পাসওয়ার্ডটা চলে গেল । আবার কাউকে রিকুয়েস্ট করে কানেকশন নেয়া লজ্জাকর আমার মত । তাই আপনি ওয়াইফাই কানেক্ট করার পর বা আগে আপনার মোবাইলটি রুট করে নিন । এবার আপনার ডিভাইসে আবার পাসওয়ার্ড সেট করান রিকুয়েস্ট করে । ব্যস এখন আর আপনার বার বার তার কাছে পাসওয়ার্ড এর জন্য যাওয়া দরকার নাই ।

ওয়াইফাই কানেক্ট কমপ্লিট হলে মোবাইল নিয়ে চলে আসুন আর শুরু করে দিন আপনার অপারেশন ।

আপনার মোবাইলটি কিন্তু অবশ্যই রুট করা থাকতে হবে তা না হলে আপনি এই কাজটি পারবেন না ।

১. প্রথমে প্লে স্টোর থেকে Root Explorer নামে এপসটি ইন্সট্রল করুন ।

২. ইন্সট্রল শেষ হলে ওপেন করুন এবং data নামে একটা ফোল্ডার পাবেন এতে প্রবেশ করুন

৩. এবার misc ফোল্ডারে প্রবেশ করুন এবার দেখুন wifi নামে একটা ফোল্ডার আছে সেটাতে প্রবেশ করুন ।

৪. এবার একটু থামুন । এই ফোল্ডারে দেখুন অনেকগুলো ফাইল আছে যার মধ্যে একটির নাম wpa_suppliciant.conf

 

৫. এবার এই ফাইলটি সিলেক্ট করুন এবং ওপেন উইথ টেক্স এডিটর দিন ।

৬. এবার এই ফাইলটির ভিতরে থাকা সব তথ্য দেখতে পারবেন ।

 

 

৭. এখানেে আপনার ডিভাইসে কানেক্ট করা সকল ওয়াইফাই এর তথ্য থাকবে । আপনি যে ওয়াইফাইটির পাসওয়ার্ড জানতে চান সেটি খুজে বের করুন ।

আসুন দেখি কিভাবে বুঝবেন কোনটি নাম আর কোনটি পাসওয়ার্ড ।

outlinednetwork={
ssid=”NETWORK_NAME_HERE”
psk=”PASSWORD_HERE”
key_mgmt=WPA-PSK
priority=1
}

এবার আপনার যে নেটওয়ার্ক এর পাসওয়ার্ড দরকার সেটি লিখে রাখুন অথবা মনে রাখুন আর কানেক্ট করুন আরো ডিভাইস আপনার ইচ্ছামত যতখুশি যতবার ।

 

আজ এ পর্যন্তই । সবাই ভাল থাকবেন । আল্লাহ হাফেজ ।

 

 

 

বিভাগঃ মোবাইল । এই পোষ্টটি ১৯৪১৩ বার পড়া হয়েছে
কোন মন্তব্য নেই

আপনার মন্তব্য লিখুন

এই পোষ্টে মন্তব্য করতে অবশ্যই » লগইন করতে হবে ।
  • নামাজের সময়সূচী

    মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
    ওয়াক্ত শুরু জামাত
    ফজর ০৪.৪২ ০৫.১৫
    জোহর ১১.৪৪ ০১.১৫
    আসর ০৩.৫৩ ০৪.৩০
    মাগরিব ০৫.৩০ ০৫.৩৫
    এশা ০৬.৪৫ ০৭.১৫
    সূর্যোদয় : ০৫.৫৭ মিঃ
    সূর্যাস্ত : ০৫.২৯ মিঃ
  • Ads

  • অন্যান্য পাতাসমুহ



    Add Address

  • ভিজিটর তথ্য

    আপনার আইপি
    3.136.154.103
    আপনার অপারেটিং সিস্টেম
    Unknown
    আপনার ব্রাউজার
    " অপরিচিত "
  • ভিজিটর কাউন্টার


    free hit counter