আজ শুক্রবার , ২৬ এপ্রিল ২০২৪ ইং  , ১৩ বৈশাখ ১৪৩১ বঃ , ৬ রজব ১৪৪৫ হিঃ

আপনার কম্পিউটারের ফোল্ডারকে খুব সহজেই লক করুন

আসসালামু আলাইকুম । সবাই কেমন আছেন। আশা করি ভাল আছেন । আজ আমি আপনাদের শিখাব কিভাবে খুব সহজেই একটা ফোল্ডারকে লক করে হাইড করে রাখতে পারবেন।

কাজটা একদমই সোজা। তবে আগেই বলে রাখি যারা কোডিং ভাল পারেন তারা কিন্তু আপনার ফোল্ডারকে আনলক করে ফেলতে পারবে। এটা একটা সোজা টিপস শুধু আন অভিজ্ঞ লোকদের জন্য। মানে যারা কম্পিউটারের খুব একটা ভাল পারে না তাদের কাছ থেকে আপনি ফোল্ডারটি লক করে হাইড করে রাখতে পারবেন।

আচ্ছা আসুন দেখি সোজা কাজটি কি ?

প্রথমে আপনাকে একটা .txt ফাইল নিতে হবে। তারপর ফাইলটিকে ওপেন করুন। এবার নিচের দেওয়া কোডটি এর ভিতরে পেষ্ট করে ফাইল থেকে সেভ এজ দিয়ে নতুন করে রিনেইম করুন এভাবে name.dat । মানে নাম যাই দেন সমস্যা নেই কিন্তু একটেনশনটা দিতে হবে .dat । YOUR PASSWORD HERE কথাটা কেটে আপনার মনের মত পাসওয়ার্ড দিয়ে সেভ দেন। ব্যস কাজ শেষ । এবার ফাইলটির উপর ডাবল ক্লিক করে ওপেন করুন। এবার এনি কী চেপে ফোল্ডার তৈরি করুন। যে ফোল্ডারটি তৈরি হবে এর ভিতর আপনার প্রয়োজনীয় ফাইলগুলো রেখে তৈরি dat ফাইলটির উপর আবার ডাবল ক্লিক করে ফোল্ডারটি লক করুন। Y দিয়ে এন্টার দিন। ব্যস ফোল্ডারটি লক হয়ে হাইড হয়ে যাবে। আবার ওপেন করতে ডাবল ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে ফোল্ডারটি শো করান এবং ব্যবহার করুন । ব্যবহার শেষে আবার ডাবল ক্লিক করে লক করে রাখুন।

এতেও যদি না পারেন তাহলে এই ভিডিও টিউটোরিয়ালটি দেখে শিখে নিন।

আরো বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন

কোডটি কপি / ডাউনলোড করুন

cls
@ECHO OFF
title Folder Locker
if EXIST “Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}” goto UNLOCK
if NOT EXIST Locker goto MDLOCKER
:CONFIRM
echo Are you sure u want to Lock the folder(Y/N)
set/p “cho=>”
if %cho%==Y goto LOCK
if %cho%==y goto LOCK
if %cho%==n goto END
if %cho%==N goto END
echo Invalid choice.
pause
goto CONFIRM
:LOCK
ren Locker “Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}”
attrib +h +s “Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}”
echo Folder locked
goto End
:UNLOCK
echo Enter password to Unlock folder
set/p “pass=>”
if NOT %pass%==YOUR PASSWORD HERE goto FAIL
attrib -h -s “Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}”
ren “Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}” Locker
echo Folder Unlocked successfully
goto End
:FAIL
echo Invalid password
pause
goto end
:MDLOCKER
md Locker
echo Locker created successfully
pause
goto End
:End

বিভাগঃ এম ব্লগ । এই পোষ্টটি ১৩৮৪ বার পড়া হয়েছে
কোন মন্তব্য নেই

আপনার মন্তব্য লিখুন

এই পোষ্টে মন্তব্য করতে অবশ্যই » লগইন করতে হবে ।
  • নামাজের সময়সূচী

    মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
    ওয়াক্ত শুরু জামাত
    ফজর ০৪.৪২ ০৫.১৫
    জোহর ১১.৪৪ ০১.১৫
    আসর ০৩.৫৩ ০৪.৩০
    মাগরিব ০৫.৩০ ০৫.৩৫
    এশা ০৬.৪৫ ০৭.১৫
    সূর্যোদয় : ০৫.৫৭ মিঃ
    সূর্যাস্ত : ০৫.২৯ মিঃ
  • Ads

  • অন্যান্য পাতাসমুহ



    Add Address

  • ভিজিটর তথ্য

    আপনার আইপি
    18.216.233.58
    আপনার অপারেটিং সিস্টেম
    Unknown
    আপনার ব্রাউজার
    " অপরিচিত "
  • ভিজিটর কাউন্টার


    free hit counter