আপনার ছোট কিংবা বড় যে কোন সাইট থেকে আয় করুন ১০০% খুব সহজে
 in <b>/home/mbdcom/domains/mbd24.com/public_html/wp-content/themes/mbd24/single-blog.php</b> on line <b>40</b><br />
http://www.mbd24.com/wp-content/uploads/blog/moneyonline.jpg)
আসসালামু আলাইকুম । সবাই কেমন আছেন । আশা করি ভাল আছেন । আমিও আপনাদের দোয়ায় ভাল আছি ।
আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন একটা বাংলাদেশী এড সাইট । এই সাইটটি আমার কাছে ভাল লেগেছে । তাদের পেমেন্ট সিস্টেমগুলোও ভাল লাগল ।
http://pop2earn.com
আর এটি একটি পপআপ এড সিস্টেম । আর এর কোড ও খুবই অল্প এক লাইন । প্রতি ক্লিকে ১৪ পয়সা পাবেন আপনি । এভাবে প্রতি ইউনিক ভিজিটর থেকে আপনি ইনকাম করতে পারবেন । ৫০০ ভিজিটর হলে এক ডলার পাবেন মানে ওদের হিসাবে ৭০ টাকা। আর ইনকাম হয় ইন্সট্যান্ট । আপনার আর্ন কাউন্ট হয় সাথে সাথে । প্রতিদিন যদি আপনার সাইটে ১০০০ ভিজিটর আসে তাহলে আপনি ঘুমিয়ে ঘুমিয়ে ১৪০ টাকা ইনকাম করতে পারছেন । মানে মাসে ৪২০০ টাকা । এটা একবারে ই সোজা তবে আপনার সাইটে যদি ভিজিটর আরো বেশি হয় তাহলে তো ইনকাম আরো বেড়ে যাবে ।
এটা পপক্যাশের থেকে অনেক ভাল। পপক্যাশ ১০০০ পপ এ দেয় ১ ডলার আর পপটুআর্ন মাত্র ৫০০ পপ-আপেই দেয় ১ ডলার মানে ৭০ টাকা।
পেমেন্ট মেথডঃ ফ্লেক্সিলোড, বিকাশ, পেপাল ।
১২ ঘন্টার ভিতর পেমেন্ট পরিশোধ করে।
আর টাকা তোলার সিস্টেমগুলোও খুবই সোজা ।
আমি আমার সাইটে এই সাইটের এড ব্যবহার করেছি । এই সাইটি চালু হয়েছে ১১/১০/২০১৫ থেকেই মাত্র ।
তাহলে আসুন আজ থেকেই শুরু করে দেয়া যাক ইনকাম করা ।
প্রথমে এখানে ক্লিক করে রেজিষ্ট্রেশন করুন । রেজিষ্ট্রেশন করা একদম সোজা । একটা ইউজার নাম দিন এবং পাসওয়ার্ড তারপর ইমেইল ঠিকানা দিন এবং মোবাইল নাম্বার । এগুলো দেওয়া হলে একটা ছোট ক্যাপসা আছে এটা দেখে টাইপ করে রেজিষ্ট্রার দিন ব্যস কাজ শেষ । রেজিষ্ট্রেশন শেষে লগিন করে Sites & Adcodes > Ad New Site গিয়ে আপনার সাইটের তথ্যগুলো দিয়ে সাইট এড করুন। তারপর Adcodes > Pop Under Adcode এ ক্লিক করে বক্স থেকে এড কোডটা কপি করে আপনার সাইটের হেড ট্যাগে বসিয়ে দিন ব্যাস এবার শুরু করুন টাকা আয়। অথবা Sites & Adcodes থেকে কোড নিয়ে আপনার সাইটের এইচটিএমএল অংশে পেষ্ট করে সেভ দিয়ে সাইট লোড দিন । আপনার এই এড গুলো সাইটে দেখাবে না । যখন কোন ভিজিটর আপনার সাইটে ঢুকে কোন কিছুতে একটা ক্লিক দিবে তখনোই পপআপে এডটি দেখাবে । আর আপনার ইনকাম হবে সাথে সাথে ।
আবার আপনি রেফারেল সিস্টেমেও কিছু আয় করতে পারবেন । আপনার রেফারেল লিংক শেয়ার করুন আপনার বন্ধদের সঙ্গে আর তাদের বলুন আপনার রেফারেল লিংক থেকে রেজিষ্ট্রেশন করতে তাহলে আপনারও অল্প কিছু আয় হল আর তাদেরও রেজিষ্ট্রেশন হয়ে গেল । এতে তাদের তো আর কোন ক্ষতি হচ্ছে না ।
একটা রিকুয়েষ্ট মনে কোনরকম হিংসা রাখবেন না । আপনি যদি এই সাইটে রেজিষ্ট্রেশন করেন ই তাহলে দয়া করে কারো রেফারেল থেকে রেজিষ্ট্রেশন করুন কারণ এতে কারো একটু হলেও উপকার হবে ।
আপনাকে যিনি এই সাইটের সকল তথ্য কষ্ট করে জানিয়েছে তার জন্য আপনি এইটুকু করতে পারবেন না । অবশ্যই আমাদের কারো না করো রেফারেল ব্যবহার করে রেজিষ্ট্রেশন করা উচিত ।
আপনার যদি এই সাইলের এড ব্যবহার করতে ইচ্ছে হয় তাহলে আমার রেফারেল লিংক থেকেও রেজিষ্ট্রেশন করতে পারেন । আমার রেফারেল লিংক হল http://pop2earn.com/reg/ref/108
শুধু শুধু কারো রেফারেল লিংক ছাড়া রেজিষ্ট্রেশন করে কারো ক্ষতি করবেন না ।
সবাই ভাল থাকবেন আর আজ থেকেই ইনকাম শুরু করে দিন ।
আল্লাহ হাফেজ ।