স্বাদের দই শরবত
উপকরণ: দই আধা কেজি, কলা/ পাকা পেঁপে/স্ট্রবেরি/কমলা/আঙুর ১ কাপ, বরফকুচি আধা কাপ, দুধ আধা কাপ, চিনি ১ টেবিল চামচ/ মধু পরিমাণ মত
প্রণালী: নিজের পছন্দ মতো ফল বেছে নিয়ে কেটে ১ কাপ পরিমাণ সরিয়ে রাখুন। এরপর দই, চিনি বা মধু এবং দুধ ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিন। ব্লেন্ডারে টুকরো করা ফল এবং বরফ কুচি দিয়ে আবার ব্লেন্ড করে নিন। শরবতটি একটি গ্লাসে ঢেলে ওপরে ফলের কুচি দিয়ে পান করুন প্রাণ জুড়ানো দই শরবত।
সংগ্রহ : ইন্টারনেট
বিভাগ : রেসিপি |
এই রেসিপিটি ৭৭৭ বার পড়া হয়েছে
কোন মন্তব্য নেই