আজ শনিবার , ১ এপ্রিল ২০২৩ ইং  , ১৮ চৈত্র ১৪২৯ বঃ , ১১ জমাদিউস সানি ১৪৪৪ হিঃ

চিংড়ি-আপেল সালাদ

উপকরণঃ চিংড়ি মাছ সেদ্ধ (লবণ ও পানি দিয়ে সেদ্ধ) ২ কাপ, সবুজ আপেল (খোসাসহ টুকরা করা) ১ কাপ, লাল আপেল (খোসাসহ টুকরা করা) ১ কাপ
ড্রেসিংয়ের জন্যঃ মেয়োনেজ বা পানি ঝরানো টক দই ১ কাপ, কাঁচা মরিচ কুচি (বিচি ফেলে) ৪ টা, লেবুর রস ৩ টেবিল চামচ, গোল মরিচ ১ চা চামচ, লবণ পরিমাণমতো, চিনি পরিমাণমতো
প্রণালীঃ সব মিলিয়ে নিতে হবে। আপেল টুকরো করে ১ টেবিল চামচ লেবুর রস দিয়ে মেখে ফ্রিজে ঠান্ডা করে নিতে হবে। চিংড়ি সেদ্ধ করে পানি শুকিয়ে নিতে হবে। খাওয়ার আগে সব মিলিয়ে (ড্রেসিং দিয়ে) ঠান্ডা ঠান্ডা পরিবেশন।

বিভাগ : রেসিপি  |  এই রেসিপিটি ৭৪৬ বার পড়া হয়েছে 
কোন মন্তব্য নেই

আপনার মন্তব্য লিখুন

এই পোষ্টে মন্তব্য করতে অবশ্যই » লগইন করতে হবে ।
  • নামাজের সময়সূচী

    মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
    ওয়াক্ত শুরু জামাত
    ফজর ০৪.৪২ ০৫.১৫
    জোহর ১১.৪৪ ০১.১৫
    আসর ০৩.৫৩ ০৪.৩০
    মাগরিব ০৫.৩০ ০৫.৩৫
    এশা ০৬.৪৫ ০৭.১৫
    সূর্যোদয় : ০৫.৫৭ মিঃ
    সূর্যাস্ত : ০৫.২৯ মিঃ
  • Ads

  • অন্যান্য পাতাসমুহ



    Add Address

  • ভিজিটর তথ্য

    আপনার আইপি
    3.238.250.73
    আপনার অপারেটিং সিস্টেম
    Unknown
    আপনার ব্রাউজার
    " অপরিচিত "
  • ভিজিটর কাউন্টার


    free hit counter