আজ শনিবার , ২০ এপ্রিল ২০২৪ ইং  , ৭ বৈশাখ ১৪৩১ বঃ , ৩০ জমাদিউস সানি ১৪৪৫ হিঃ

তারাবিহর নামাজ ২০ রাকাত পড়াই সুন্নাত

ইসলামের সূচনালগ্ন থেকেই তারাবিহর নামাজ বিশ রাকাত আদায় করা হচ্ছে। পবিত্র মক্কা-মদিনাসহ মুসলিম বিশ্বের কোথাও এর কম পড়ার ইতিহাস নেই। সাহাবা ও তাবেয়িনের যুগ এবং ইসলামের স্বনামধন্য ইমামরা যেমন ইমাম আবু হানিফা (রহ.), ইমাম মালেক, ইমাম শাফেয়ী, ইমাম আহমদ (রহ.) সবাই বিশ রাকাত তারাবিহর পক্ষে ছিলেন। (আল মুদাওওয়ানাতুল কুবরা, ইমাম মালেক ১/১৯৩)

এরপরও আজ বিশ্বে কিছু লোক তারাবিহ ৮ রাকাত না ২০ রাকাত এ নিয়ে মুসলমানদের মধ্যে মতপার্থক্য সৃষ্টির প্রচেষ্টা চালাচ্ছে। তাই ২০ রাকাত তারাবিহর কিছু প্রমাণ পেশ করা হলো-

রসুলুল্লাহ (সা.) ২০ রাকাত তারাবিহ পড়েছেন : এ বিষয়ে ইমাম ইবনে আবী শাইবা (রহ.) তাঁর বিখ্যাত গ্রন্থ মুসান্নাফে লিখেন- হজরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রসুলুল্লাহ (সা.) রমজান মাসে ২০ রাকাত তারাবিহ ও বিতর পড়তেন। (মুসান্নাফে ইবনে আবী শাইবা ২/৩৯৪, ৭৭৭৪)।

হাদিসটি অবশ্য দুর্বল সনদে বর্ণিত হলেও হাদিস শাস্ত্রের নীতিমালায় সহিহ হাদিস বা মুতাওয়াতির হাদিসের মতো বিশুদ্ধ বা প্রমাণযোগ্য। তাই এটি নির্দ্বিধায় আমলযোগ্য।

একটি বিষয় জেনে রাখা ভালো, রসুলুল্লাহ (সা.)-এর হাদিস কখনো দুর্বল হতে পারে না। তিনি যেমন মহান, তাঁর বাণীও তেমনি মহান। তবে হাদিসের বর্ণনাকারীদের প্রতি লক্ষ্য করে হাদিসকে দুর্বল বা বিশুদ্ধ আখ্যায়িত করা হয়। এ মর্মে হাদিসের বর্ণনাকারীর মধ্যে যেমন দুর্বলতা লক্ষ্য করা যাবে, হাদিসটি তেমনই দুর্বল বলে বিবেচিত হবে এবং হাদিসটি রসুলুল্লাহ (সা.) থেকে কি না, এমন সংশয়ের সৃষ্টি করবে। তবে যদি বর্ণনাকারীর দুর্বলতা ও সংশয় চলে যাওয়ার মতো কোনো কারণ ওই হাদিসের সনদে বা বর্ণনায় পরিলক্ষিত হয়, তখন হাদিসটি গ্রহণযোগ্যতা পায়। (দেখুন আন-নুকাত আলা মুকাদ্দামাতে ইবনে ছালাহ/আসকালানী ১/৪৯৪)

এখানে এ হাদিসটির ক্ষেত্রেও তাই হয়েছে। কারণ এ হাদিসটি সনদের বিবেচনায় দুর্বল। এতে আবু শাইবা নামের এক দুর্বল বর্ণনাকারী রয়েছেন। কিন্তু এ হাদিসের বক্তব্যের সমর্থনে অনেক শক্তিশালী ও বিশুদ্ধ কারণ রয়েছে। রয়েছে খোলাফায়ে রাশেদিন, সাহাবায়ে কেরাম, তাবেয়িন, মুজতাহিদ ইমামগণ ও মক্কা-মদিনাসহ মুসলিম উন্মাহর আমল ও তাঁদের ইজমা বা ঐকমত্য। আর উসুলে হাদিসের পরিভাষায় এ ধরনের দুর্বল হাদিসকে দুর্বল হওয়া সত্ত্বেও গৃহীত ও অনুসৃত বলা হয়।

এ বিষয়ে হাফেজ ইবনে হাজার (রহ.) লিখেন, যে হাদিস অনুযায়ী আমল করা উম্মতের কাছে গৃহীত হয়েছে এবং যে বিষয় অনুযায়ী আমল করার প্রতি উম্মতের ঐক্য (ইজমা) চলে আসছে, নিঃসন্দেহে তা গ্রহণ করার ক্ষেত্রে প্রাসঙ্গিক কারণ ও বিভিন্ন সনদে বর্ণিত হাদিস অপেক্ষাও শক্তিশালী। (আন-নুকাত আলা কিতাবি ইবনে ছালাহ/আসকালানী ১/৪৯৪)

সাহাবায়ে কেরাম ও তাবেয়িগণ ২০ রাকাত তারাবিহ পড়তেন। সাহাবায়ে কেরাম (রা.)-এর অনুসৃত আদর্শ এবং তাঁদের উক্তি ও আমল ইলমে হাদিসের কিছু নিয়ম-নীতি ও শর্তসাপেক্ষে জমহুর উম্মত ও চার মাজহাবের ইমাম মুজতাহিদগণের কাছে অনুসরণীয় তথা শরিয়তের যাবতীয় ক্ষেত্রে প্রমাণযোগ্য। তাই সাহাবায়ে কেরাম ও তাঁদের সংস্পর্শে ধন্য তাবেয়িগণের আমল ও উক্তিসংবলিত বিশাল ভাণ্ডার থেকে নিম্নে কিঞ্চিত প্রদত্ত হলো-

হজরত আবুবকর (রা.)-এর যুগে তারাবিহ : রসুলুল্লাহ (সা.)-এর জীবদ্দশায় তারাবিহ যেভাবে পড়া হতো প্রথম খলিফা হজরত আবুবকর (রা.)-এর যুগেও সেভাবেই পড়া হতো। তিনি রসুলুল্লাহ (সা.)-এর অনুসরণ করে এতে কোনো পরিবর্তন বা সবাইকে এক ইমামের পেছনে জামাতবদ্ধ করার প্রয়োজন মনে করেননি।

হজরত উমর (রা.)-এর যুগে তারাবিহ : দ্বিতীয় খলিফা হজরত উমর (রা.) রসুলুল্লাহ (সা.)-এর যুগ থেকে চলে আসা ২০ রাকাত তারাবিহকে গুরুত্বের সঙ্গে আদায় করেন এবং সবাইকে জামাতবদ্ধভাবে ইমামের পেছনে আদায় করার সুযোগ করে দেন।

এ ব্যাপারে সাহাবি হজরত সায়েব বিন ইয়াজিদ (রা.) বর্ণনা করেন, তাঁরা (সাহাবায়ে কেরাম ও তাবেয়িগণ) হজরত উমর ইবনে খাত্তাব (রা.)-এর যুগে ২০ রাকাত পড়তেন। তিনি আরও বলেন, তারা নামাজে ১০০ আয়াতবিশিষ্ট সূরা পড়তেন এবং হজরত উসমান (রা.)-এর যুগে দীর্ঘ সময় নামাজের কারণে তাঁদের লাঠিতে ভর করে দাঁড়াতে হতো (আস-সুনানুল কুবরা, বাইহাকি ২/৪৯৬ (সনদ সহিহ)। হজরত সায়েব বিন ইয়াজিদ (রা.) বলেন, আমরা উমর ইবনে খাত্তাব (রা.)-এর যুগে ২০ রাকাত এবং বিতর পড়তাম। (মারিফাতুস সুনান ওয়াল আসার, বাইহাকি ২/৩০৫ (সনদ সহিহ)

তাবেয়ি রুফাই বিন মেহরান যিনি ‘আবুল আলীয়া’ নামে প্রসিদ্ধ, রসুলুল্লাহ (সা.)-এর ইন্তেকালের মাত্র দুই বছর পর ইসলাম গ্রহণ করেন এবং হজরত উমর (রা.)-এর পেছনে তিনি নামাজ পড়েন। তিনি তাঁর ঘনিষ্ঠ উস্তাদ সাহাবি হজরত উবাই বিন কা’ব (রা.)-এর ঘটনা বর্ণনা করে বলেন, হজরত উমর (রা.) হজরত উবাই (রা.)-কে রমজানে লোকদের নিয়ে নামাজ পড়ার নির্দেশ দিয়ে বলেন, লোকজন দিনভর রোজা রাখে, কিন্তু তারা সুন্দরভাবে কোরআন পড়তে পারে না, তাই আপনি যদি রাতে তাদের নামাজে কোরআন পড়ে শোনাতেন! তখন তিনি বললেন, হে আমিরুল মু’মিনীন! জামাতবদ্ধভাবে কোরআন শোনানোর এ পদ্ধতি তো আগে ছিল না। তিনি বললেন, আমি জানি, তবে তা খুবই উত্তম। এরপর সাহাবি হজরত উবাই (রা.) লোকদের নিয়ে ২০ রাকাত পড়লেন। (আল মুখতারাহ জিয়াউদ্দীন মাকদিসী ৩/৩৬৭,১১৬১)

অবশেষে উমর (রা.) রসুলুল্লাহ (সা.)-এর আকাঙ্ক্ষাকেই বাস্তবায়ন করেছেন, যা তিনি (বিধানটি ফরজ হয়ে যাবে এ ভয়ে) করেননি। হাদিসটির সনদ সহিহ। বুখারি ও মুসলিম শরিফে বর্ণিত হয়নি এমন বিশুদ্ধ হাদিসের ভাণ্ডার ইমাম জিয়াউদ্দীন মাকদিসীর কিতাব “আল মুখতারাহ”-এ উল্লেখ করেছেন। ওই কিতাবের গবেষক আরব দেশের প্রখ্যাত ব্যক্তি আবদুল মালিক এ হাদিসটির সনদকে হাসান (উত্তম ও গ্রহণযোগ্য) বলেছেন।

তাবেয়ি হজরত ইয়াহইয়া বিন সাঈদ আনসারী (রহ.)-এর বর্ণনা করেন, হজরত উমর (রা.) এক ব্যক্তিকে লোকদের নিয়ে ২০ রাকাত পড়ার আদেশ করেন। (মুসান্নাফে ইবনে আবী শাইবা ২/৩৯৩, ৭৭৬৪)

উল্লেখ্য, উপরোক্ত বিষয়ে আরও অগণিত বর্ণনা রয়েছে। এ জন্যই বিশ্ববরেণ্য গবেষক আল্লামা জাহেদ আল কাউসারী (রহ.) লিখেছেন, কোনো বিষয়কে প্রাধান্য দেওয়ার একটি কারণ হলো এ বিষয়ে সাহাবি, তাবেয়িগণের আসার (আমল-উক্তি) বেশি হওয়া। (ফিকহু আহলিল ইরাক, ১/৪৯) বলাবাহুল্য, ২০ রাকাত তারাবিহর পদ্ধতিকে প্রাধান্য দেওয়ার একটি কারণ এটাও যে এর পক্ষে তাবেয়িগণের অনেক আসার (আমল-উক্তি) আছে। যেগুলোর তুলনায় ৮ রাকাতের ব্যাপারে উল্লেখযোগ্য কোনো আসার নেই বললেই চলে।

মূলত এ ধরনের বর্ণনা একাধিক হওয়ায় এবং এর সমর্থনে বিশুদ্ধ হাদিস ও মুসলিম উম্মাহর সম্মিলিত আমলধারা বিদ্যমান থাকায় বর্ণনাগুলো সহিহ বা সর্বাপেক্ষা সহিহ হাদিসের পর্যায়ে গৃহীত। এতে দ্বিধাদ্বন্দ্বের কোনো অবকাশ নেই। তাই তো আহলে হাদিসের মান্যবর ইমাম শাইখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়াহ (রহ.)ও নির্দ্বিধায় ব্যক্ত করেছেন, অবশ্যই প্রমাণিত হয়েছে, উবাই ইবনে কা’ব (রা.) রমজানে লোকদের নিয়ে ২০ রাকাত তারাবিহ পড়তেন এবং তিন রাকাত বিতর পড়তেন। (মাজমাউল ফাতাওয়া ২৩/১১২-১১৩)

হজরত উসমান (রা.)-এর যুগে তারাবিহ : তৃতীয় খলিফা হজরত উসমান (রা.)-এর যুগেও তারাবিহর নামাজ এশার জামাতের পর ২০ রাকাত জামাতবদ্ধভাবে পড়া হতো। হজরত সায়েব (রা.)-এর বর্ণনায় হজরত উমর (রা.)-এর বর্ণনায় হজরত উমর (রা.)-এর খেলাফতকালের অবস্থা বর্ণনার সঙ্গে সঙ্গে উসমান (রা.)-এর যুগের পরিস্থিতিও প্রাসঙ্গিকভাবে উল্লেখ আছে, যা আমরা আগেই লক্ষ্য করেছি।

হজরত আলী (রা.)-এর যুগে তারাবিহ : ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী (রা.)-এর যুগেও তারাবিহর নামাজ ২০ রাকাত আদায় করা হতো। তিনি ইমামদের ২০ রাকাত পড়ার আদেশ দিয়েছিলেন। তাবেয়ি আবু আবদুর রহমান আস-সুলামী আলী (রা.)-এর ব্যাপারে বলেন, হজরত আলী (রা.) রমজান মাসে কারিগণকে ডাকলেন এবং আদেশ দিলেন তাঁরা যেন লোকদের নিয়ে ২০ রাকাত তারাবিহ পড়ান। আর বিতর পড়াতেন আলী (রা.) নিজেই। (আস-সুনানুল কুবরা বাইহাকি ২/৪৯৬/৪৬২০) (বর্ণনাটি হাসান, গ্রহণযোগ্য)

অন্য এক বর্ণনায় তাবেয়ি আবুল হাসান (রহ.) বলেন, হজরত আলী (রা.) জনৈক ব্যক্তিকে রমজানে লোকদের নিয়ে ২০ রাকাত তারাবিহ পড়ার নির্দেশ দেন। (মুসান্নাফে ইবনে আবী শাইবা ২/৩৯৩, ৭৭৬৩)

এ ছাড়া হজরত আলী (রা.)-এর বিশিষ্ট শাগরিদ শুতাইর ইবনে শাকাল, আবদুর রহমান ইবনে আবু বাকরা, সাঈদ ইবনে আবুল হাসান, আলী ইবনে বারীয়া প্রমুখ ২০ রাকাত তারাবিহ পড়তেন ও পড়াতেন। (সুনানে বাইহাকি ২/৪৯৮, মুসান্নাফে ইবনে আবী শাইবা ২/৩৯৩, কিয়ামুল লাইল, পৃ. ৯০)।

হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.)-এর তারাবিহ : রসুলুল্লাহ (সা.)-এর সার্বক্ষণিক সহচর প্রিয় সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.)-এর আমল সম্পর্কে ইমাম মারওয়াজি (রহ.) বর্ণনা করেন, হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) ২০ রাকাত তারাবিহ এবং ৩ রাকাত বিতর পড়তেন। (কিয়ামুল লাইল মারওয়াজি, পৃ. ৯০)

ইজমায়ে উম্মতের আলোকে তারাবিহ : ২০ রাকাত তারাবিহ রসুলুল্লাহ (সা.)-এর সময় থেকে যুগ যুগ ধরে ধারাবাহিকভাবে চলে আসছে। বিশেষ করে হজরত উমর (রা.)-এর খিলাফতকালে তারাবিহর নামাজ জামাতবদ্ধভাবে পড়ার প্রতি গুরুত্বারোপ করার ফলে পবিত্র মক্কা-মদিনাসহ আরব-আজম তথা তামাম পৃথিবীতে মুসলমানদের কাছে এ বিষয়টি ব্যাপক ও সুস্পষ্ট হয়ে যায়। কয়েকটি অনির্ভরযোগ্য বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সর্বত্রই মুসলমানরা ২০ রাকাত তারাবিহ পড়তে থাকে। বরং এতে সব মুহাজির ও আনসার সাহাবি এবং মুসলিম উম্মাহর ইজমা-ঐকমত্য সংঘটিত হয়। যার বিপরীতে খোলাফায়ে রাশেদিন এবং অন্য সাহাবিদের কোনো ধরনের আপত্তি কোনো কিতাবে উল্লেখ নেই।

১. এ ব্যাপারে বিখ্যাত তাবেয়ি ইমাম আতা বিন আবী রবাহ (রহ.) বলেন, আমি লোকদের (সাহাবি ও তাবেয়িদের) পেয়েছি, তাঁরা বিতরসহ ২৩ রাকাত পড়তেন। (মুসান্নাফে ইবনে আবী শাইবা ২/৩৯৩৯, ৭৬৮৮) বর্ণনাটি সহিহ, এতে একজন বর্ণনাকারীও দুর্বল নেই।

২. প্রখ্যাত ইমাম মোল্লা আলী কারী (রহ.) লিখেছেন, তারাবিহর নামাজ ২০ রাকাতের ওপর সাহাবায়ে কেরামের ইজমা (সর্বম্মত ঐকমত্য) সংঘটিত হয়েছে। (মিরকাত শরহে মিশকাত ৩/৩৪৬)

৩. বুখারি শরিফের ব্যাখ্যাকার ইমাম ক্বাসতালানী (রহ.) লিখেছেন, হজরত উমর (রা.)-এর যুগের অবস্থা প্রায় ইজমা বা সর্বসম্মত ঐকমত্য পর্যায়ে গণ্য। (ইরশাদুস-সারী শরহে বুখারি ৩/৪২৬)

৪. ইমাম ইবনে কুদামা হাম্বলী (রহ.) তাঁর বিখ্যাত গ্রন্থ আল মুগনীতে লিখেন, হজরত উমর (রা.) যা করেছেন এবং যে বিষয়ে সাহাবায়ে কেরাম তাঁদের যুগে ইজমা-ঐকমত্যে পেঁৗছেছেন, তা অনুসরণের ক্ষেত্রে সর্বাপেক্ষা গ্রহণযোগ্য ও অনুসরণীয়। (আল মুগনী ১/১৬৭)

৫. ইমাম ইবনে তাইমিয়া (রহ.) লিখেন, অসংখ্য আলেম এ সিদ্ধান্তে পেঁৗছেছেন, এটি সুন্নাত। কেননা উবাই ইবনে কা’ব (রা.) মুহাজির ও আনসার সাহাবিগণের মধ্যে ২০ রাকাত পড়িয়েছেন। আর কোনো একজনও তাতে আপত্তি করেননি। (মাজমু’আতুল ফাতাওয়া ইবনে তাইমিয়া ২৩/১১২-১১৩)

পবিত্র কাবায় তারাবিহ : রসুলুল্লাহ (সা.), সাহাবা এবং তাবেঈনের যুগ থেকে পবিত্র মক্কা শরিফে ২০ রাকাত তারাবিহ আজ পর্যন্ত নিয়মিত চলে আসছে। কোনো যুগেই এর কম বা বেশি পড়া হয়েছে এমন কোনো প্রমাণ ইতিহাসের পাতায় নেই। এ ক্ষেত্রে ইমাম তিরমিজি (রহ.) তাঁর নিজস্ব মতামত এবং ইমাম শাফেয়ী (রহ.)সহ অন্য ইমামদের মতামত উল্লেখ করে লিখেন, অধিকাংশ আলেম, তারাবিহ প্রসঙ্গে ২০ রাকাতের মতোই পোষণ করেন, যা হজরত উমর (রা.), হজরত আলী (রা.) এবং রসুলুল্লাহ (সা.)-এর অন্য সাহাবিগণ থেকে বর্ণিত হয়েছে। আর তা ইমাম সুফিয়ান সাওরি ইবনুল মুবারক ইমাম শাফেয়ী (রহ.)-এর মতো।

ইমাম শাফেয়ী (রহ.) বলেছেন, আমি পবিত্র মক্কাবাসীকে ২০ রাকাত তারাবিহর নামাজ পড়তে পেয়েছি। (তিরমিজি : ৩/১৭০)

মদিনা শরিফে তারাবিহ : প্রসিদ্ধ তাবেয়ি হজরত আবদুল আযীয বিন রুফাই (রহ.) বর্ণনা করেন, হজরত উবাই বিন কা’ব (রা.) রমজান মাসে লোকদের নিয়ে মদিনায় ২০ রাকাত তারাবিহ এবং তিন রাকাত বিতর পড়তেন। (মুসান্নাফে ইবনে আবী শাইবা ২/৩৯৩, ৭৭৬৬) মোটকথা, ১৫০০ বছরের ইতিহাসে মদিনা শরিফে ২০ রাকাতের কম তারাবিহর নামাজ কেউ পড়েননি।

লেখক : মুফতি রফীকুল ইসলাম আল-মাদানী
মুহাদ্দিস ও মুফাসসির।

 

লেখাটি প্রকাশ হয়েছিল দৈনিক বাংলাদেশ প্রতিদিন এ

বিভাগঃ নামাজ । এই পোষ্টটি ১৫৮৪ বার পড়া হয়েছে
কোন মন্তব্য নেই

আপনার মন্তব্য লিখুন

এই পোষ্টে মন্তব্য করতে অবশ্যই » লগইন করতে হবে ।
  • নামাজের সময়সূচী

    মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
    ওয়াক্ত শুরু জামাত
    ফজর ০৪.৪২ ০৫.১৫
    জোহর ১১.৪৪ ০১.১৫
    আসর ০৩.৫৩ ০৪.৩০
    মাগরিব ০৫.৩০ ০৫.৩৫
    এশা ০৬.৪৫ ০৭.১৫
    সূর্যোদয় : ০৫.৫৭ মিঃ
    সূর্যাস্ত : ০৫.২৯ মিঃ
  • Ads

  • বিভাগসমুহ

  • অন্যান্য পাতাসমুহ



    Add Address

  • ভিজিটর তথ্য

    আপনার আইপি
    18.188.40.207
    আপনার অপারেটিং সিস্টেম
    Unknown
    আপনার ব্রাউজার
    " অপরিচিত "
  • ভিজিটর কাউন্টার


    free hit counter