আজ শুক্রবার , ২৯ মার্চ ২০২৪ ইং  , ১৫ চৈত্র ১৪৩০ বঃ , ৮ জমাদিউস সানি ১৪৪৫ হিঃ

জেনে নিন রোজার উপকারিতা বা রোজার বৈশিষ্ট্য

আসসালামু আলাইকুম । সবাই কেমন আছেন ? আশা করি ভাল আমিও আল্লাহ্‌র অশেষ রহমতে ভাল আছি । দেখতে দেখতে চলে এল পবিত্র রমজান মাস । এ মাসে ইবাদত করা অনেক সওয়াব । আর এই মাসে আমাদের অনেকের ঈমান বেশী মজবুত হয় । অনেকেই মহান আল্লাহ্‌ তায়ালাকে বেশী বেশী স্মরণ করে । আর এই রমজান মাস উপলব্ধি করা যায় রোযার মাধ্যমেই । রমজান মাসে রোজা পালনে রয়েছে অনেক উপকারিতা ।

নিচে দেখে নিন রমযানের রোজার কিছু উপকারিতাঃ

  • রোজার মাধ্যমে মহান আল্লাহ্‌ তায়ালার সন্তুষ্টি লাভ হয় ।
  • রোজা মানব জাতিকে পাপ কাজ থেকে বিরত রাখে ।
  • রোজার মাসের খাওয়া বা পান করার কোন হিসাব হবে না ।
  • রোজাদারের শরীর পাপ হতে পবিত্র হবে ।
  • রোজাদারের প্রতি মহান আল্লাহ্‌ তায়ালার রহমত বৃদ্ধি পাবে ।
  • রোজাদারের ইবাদত ও সৎকর্ম বৃদ্ধি পাবে ।
  • রোজাদারের রিজিক মহান আল্লাহ্‌ তায়ালা বৃদ্ধি করে দেন ।
  • রোজাদারের জন্য আসমান ও জমিনের ফেরেশতাগণ মাগফেরাত কামনা করতে থাকে ।
  • রোজা শুধুমাত্র আল্লাহর জন্য তাই একমাত্র রোজার সওয়াব আল্লাহ তায়ালা নিজ হাতে তার বান্দাকে ‍দিবেন ।
  • রোজার মাসে ইবাদত করলে অন্য মাসের চেয়ে ৭০ গুণ বেশী নেকি পাওয়া যায় ।
  • রোজাদারের গুনাহ তাহাজ্জুদের ওয়াক্তে মহান আল্লাহ্‌ তায়ালা ক্ষমা করিয়া দেন ।
  • রোজাদারের দুয়া কবুল করা হয় ।
  • রোজাদারের অন্তর সবসময় নির্মল থাকে, তাই রোজাদার সর্বদা জিকিরে ব্যস্ত থাকে ।
  • রোজাদারের জন্য জান্নাতের দ্বার উন্মুক্ত করে দেয়া হয় ।
  • রোজাদারের জন্য জাহান্নামের দ্বার বন্ধ করে দেয়া হয় ।
  • রোজাদারের কাজ-কর্ম, পানাহার ইবাদত হলে গণ্য হয় ।
  • রোযার মাসে শয়তান ও তার সঙ্গীদের বন্ধী করে রাখা হয় ।
  • রোজার মাসে মানুষের কু-মন্ত্রনাকারী নফসের শক্তি দমন করা হয় ।
  • রোজাদার ব্যক্তির জন্য জান্নাত সুসজ্জিত করা হয় ।
  • রোজার মাসের প্রতি জুম্মার (শুক্রবার) দিবসে ৩৯ লক্ষ জাহান্নামীকে মুক্তি দেওয়া হয় ।
  • রোজার মাসে খারাপ কথা থেকে মুক্ত থাকা যায় ।
  • রোজা থাকা অবস্থায় খারাপ জিনিস দেখা থেকে মুক্ত থাকা যায় ।
  • বছরের ১১ মাসের সকল গুনাহ রমজান মাসে মাফ করে দেওয়া হয় ।
  • ইফতারের মুহুর্তে দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না মানে অবশ্যই কবুল হয় ।
  • রোজার রাখার ফলে শরীরের অনেক রোগ মুক্ত হয় ।
  • রোজার রাখার ফলে অনেক খারাপ অভ্যাস ত্যাগ করতে সহজ হয়। যেমন: ধুমপান , নেশা , সিনেমা দেখা , খারাপ মুভি দেখা , খারাপ নজর দেয়া সহ আরো অনেক কাজ ।
  • রোজার মাসে সবার অন্তর কোমল থাকে যার কারণে মানুষ ঝগড়া তর্ক কম করে কথা কম বলে ।
  • রোজার মাসে প্রত্যেকটি মুসলিম পরিবারে বা প্রতিষ্ঠানে ইসলামিক পরিবেশ সৃষ্টি হয় ।
  • সবাই মিলে একসাথে ইফতার করার ফলে সবার মধ্যে একটা ভাল সম্পর্ক তৈরি হয় ।

তাছাড়া রোজার মাসের অনেক উপকারিতা রয়েছে, যা বলে শেষ করা যাবে না । আল্লাহ তায়ালা পৃথিবীর সবচেয়ে জ্ঞানী । সুতরাং আল্লাহ যেহেতু রোজার আদেশ করেছেন তাহলে এটার নি:সন্দেহে মানব জাতির জন্য অনেক অনেক উপকারী যার সবগুলো উপকারীতা হয়তো আমরা জানিও না । মহান আল্লাহ তায়ালাই একমাত্র সব জানেন । আশা করি সবাই রোযা রাখবেন ।

বিভাগঃ রোজা । এই পোষ্টটি ২০২৩ বার পড়া হয়েছে
কোন মন্তব্য নেই

আপনার মন্তব্য লিখুন

এই পোষ্টে মন্তব্য করতে অবশ্যই » লগইন করতে হবে ।
  • নামাজের সময়সূচী

    মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
    ওয়াক্ত শুরু জামাত
    ফজর ০৪.৪২ ০৫.১৫
    জোহর ১১.৪৪ ০১.১৫
    আসর ০৩.৫৩ ০৪.৩০
    মাগরিব ০৫.৩০ ০৫.৩৫
    এশা ০৬.৪৫ ০৭.১৫
    সূর্যোদয় : ০৫.৫৭ মিঃ
    সূর্যাস্ত : ০৫.২৯ মিঃ
  • Ads

  • বিভাগসমুহ

  • অন্যান্য পাতাসমুহ



    Add Address

  • ভিজিটর তথ্য

    আপনার আইপি
    3.89.116.152
    আপনার অপারেটিং সিস্টেম
    Unknown
    আপনার ব্রাউজার
    " অপরিচিত "
  • ভিজিটর কাউন্টার


    free hit counter