নামাজ
বর্তমান যুগ বিজ্ঞানের যুগ । Digital দুনিয়া । আধুনিকতার স্পর্শে পৃথিবী আলোকিত । বিশ্বজুড়ে High Technology-র ব্যবহার । সমুদ্রের তলদেশ থেকে নীল আসমান, সবখানেই মানুষের অবাধ বিচরণ । এক কথায় ভূমন্ডল, নভোমন্ডল সবই এখন মানুষের আয়ত্বের মধ্যে । মুহুর্তের মধ্যেই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলছে মানুষ । অজপাড়াগায়ে বসে খেলা দেখছেন কানাডা, অষ্ট্রেলিয়ার । ড্রইংরুমে বসে কথা বলছেন লন্ডন, আমেরিকায় । বাটন টিপেই খবর নিচ্ছেন হাজার মাইল দূরের আত্নীয়-স্বজনের ।
কিন্তু হায় ! বাড়ির আঙ্গিনায় মাত্র তিন হাত মাটির নীচে শায়িত পরম শ্রদ্ধাভাজন আব্বাজান- যার স্নেহের হাত দুটি ধরে শৈশবে হাটতে শিখেছেন তার কি খবর ? আপনার গর্ভধারিনী মা, যার পরম স্নেহে আদরে আহলাদে তিলে তিলে আপনি বেড়ে উঠেছেন- তার কি অবস্থা ? সেইসব পরপারের বাসিন্দাদের খবর জানতে পেরেছেন কি ?
সব Technology এখানে Fail । আধুনিক কোন Technology এখানে কাজ করছে না । ডিজিটাল Telephone কাজ করছে না, Mobile কাজ করছে না, Computer কাজ করছে না, Radar কাজ করছে না, GPS, VHF কাজ করছে না, Eco Sounder কাজ করছে না । আহ ! কি দুর্বিসহ ! সাংঘাতিক ব্যাপার ।- একটু চিন্তা করে দেখুন না ।
বিজ্ঞানের সমস্ত Technology ই যেখানে অকার্যকর, সেখানে আছে কোন Power যা আপনাকে Guarantee দিবে আপনার কবরে আযাব হবে না ? আছে কোন বাহন যা আপনাকে পুলসিরাত পার করিয়ে দিবে ? আছে কোন Guarantee যা আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে পৌঁছে দিবে ? থাকলে বলুন । নাই !
কিন্তু একমাত্র নামায; আপনাকে সেই Guarantee দিচ্ছে-
- আপনার কবর আযাব হবে না ।
- আপনার আমলনামা ডান হাতে পাবেন ।
- বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হবেন ।
- বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন ।
- দুনিয়াতেও আপনার রুযী রোজগারের কোন অভাব হবে না ।
তাহলে সেই নামায আপনি কেন ছেড়ে দিচ্ছেন ? আপনি কি জানেন না ! রাসুলুল্লাহ (স.) বলেছেন-
“কিয়ামতের দিন সর্বপ্রথম নামাযেরই হিসাব নেয়া হবে, যার নামায ঠিক পাওয়া যাবে না তার অন্যান্য সকল আমল বরবাদ হয়ে যাবে ।” – তিরমিযী : হা/৪১৩
“বেনামাযীর হাশর হবে কারুন, ফেরাউন, হামান ও ইবাই ইবন খালফের মত কাফেরদের সাথে ।- আহমদ : হা/৬৫৭৬, মেশকাত : হা/৫৭৬
এ কথা জানার পরও আপনি নামায পড়ছেন না ! এক্ষুণি তওবা করুণ । জীবনে আর কোনদিন নামায ত্যাগ করবেন না ।