আজ মঙ্গলবার , ১৬ এপ্রিল ২০২৪ ইং  , ৩ বৈশাখ ১৪৩১ বঃ , ২৬ জমাদিউস সানি ১৪৪৫ হিঃ

আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বরের গোপন সংকেত বা মানে জানুন !

বাংলাদেশী হিসাবে আমাদের অনেকেরই জাতীয় পরিচয় পত্র আছে । অনেকে এটাকে ভোটার আইডি কার্ড হিসাবে বলেন যেটা সম্পুর্ণ ভুল । এটা ন্যাশনাল আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র ।
আপনারা দেখবেন এটার নীচে লাল কালি দিয়ে লেখা ১৩ সংখ্যার একটা নম্বর আছে যাকে আমরা আইডি নম্বর হিসাবে জানি
কিন্তু এই ১৩ সংখ্যার মানে কি ? আসুন জেনে নেই ।
১. প্রথম ২ সংখ্যা – জেলা কোড । ৬৪ জেলার আলাদা আলাদা কোড আছে । ঢাকার জন্য এই কোড ২৬ ।
২. পরবর্তী ১ সংখ্যা – এটা আর এম ও ( RMO ) কোড।
• সিটি কর্পোরেশনের জন্য – ৯
• ক্যান্টনমেন্ট – ৫
• পৌরসভা – ২
• পল্লী এলাকা – ১
• পৌরসভার বাইরে শহর এলাকা – ৩
• অন্যান্য – ৪
৩. পরবর্তী ২ সংখ্যা – এটা উপজেলা বা থানা কোড ।
৪. পরবর্তী ২ সংখ্যা – এটা ইউনিয়ন ( পল্লী এলাকার জন্য ) বা ওয়ার্ড কোড ( পৌরসভা বা সিটি কর্পোরেশনের জন্য ) ।
৫. শেষ ৬ সংখ্যা – আই ডি কার্ড করার সময় আপনি যে ফর্ম পূরণ করেছিলেন এটা সেই ফর্ম নম্বর ।
বর্তমানে আবার ১৭ ডিজিট ওয়ালা আইডি কার্ড দেয়া হচ্ছে যার প্রথম ৪ ডিজিট হচ্ছে জন্মসাল ।

বিভাগঃ সাধারন জ্ঞান । এই পোষ্টটি ৫৫৫৮ বার পড়া হয়েছে
কোন মন্তব্য নেই

আপনার মন্তব্য লিখুন

এই পোষ্টে মন্তব্য করতে অবশ্যই » লগইন করতে হবে ।
  • নামাজের সময়সূচী

    মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
    ওয়াক্ত শুরু জামাত
    ফজর ০৪.৪২ ০৫.১৫
    জোহর ১১.৪৪ ০১.১৫
    আসর ০৩.৫৩ ০৪.৩০
    মাগরিব ০৫.৩০ ০৫.৩৫
    এশা ০৬.৪৫ ০৭.১৫
    সূর্যোদয় : ০৫.৫৭ মিঃ
    সূর্যাস্ত : ০৫.২৯ মিঃ
  • Ads

  • অন্যান্য পাতাসমুহ



    Add Address

  • ভিজিটর তথ্য

    আপনার আইপি
    18.223.32.230
    আপনার অপারেটিং সিস্টেম
    Unknown
    আপনার ব্রাউজার
    " অপরিচিত "
  • ভিজিটর কাউন্টার


    free hit counter