আজ বৃহস্পতিবার , ২৫ এপ্রিল ২০২৪ ইং  , ১২ বৈশাখ ১৪৩১ বঃ , ৫ রজব ১৪৪৫ হিঃ

আসুন গণিত নিয়ে একটু মজা করি

১.

মজার একটি গুন করি
২৫৯ × আপনার বয়স × ৩৯ =??????
অথবা
২৫৯০০০২৫৯ × আপনার বয়স × ৩৯ =??????

ফলাফল দেখুন ক্যালকুলেটর ব্যবহার করে ।

 

২.

যদি ১১১,১১১,১১ সংখ্যাটিকে ১১১,১১১,১১ দিয়ে গুন করা হয়
তাহলে ফলাফল আসবে ১২৩৪৫৬৭৮৭৬৫৪৩২১

 

৩.

আপনার কাছে ১০০০ টাকা আছে এর সাথে ৪০ টাকা যোগ করেন। এখন এর সাথে আরো ১০০০ যোগ করেন। আবার ৩০ যোগ করেন। পুনরায় ১০০০ যোগ করেন। আবার ২০ যোগ করেন। পুনরায় ১০০০ যোগ করেন। আরো ১০ যোগ করেন। কত হলো বলেন তো?
চটপট বলে ফেলুন দেরী করলে হবে না ।

মনে হতে পারে ৫০০০ কিন্তু না উত্তর ৪১০০

৪.
১ থেকে ৯ পর্যন্ত সংখ্যাগুলি দিয়ে এমন একটি জাদুবর্গ তৈরি করা হয় যার যেকোনো কলাম বা সারির সংখ্যা তিনটির যোগফল হয় ১৫ । আসুন দেখে নিউ সেটা কিভাবে করব …

৫.

১ থেকে ১৬ পর্যন্ত সংখ্যাগুলি দিয়ে এমন একটি জাদুবর্গ তৈরি করা হয় যার যেকোনো কলাম বা সারির সংখ্যা চারটির যোগফল হয় ৩৪ । আসুন দেখে নিই সেটা কিভাবে করব….

১৫ ১৪
১২
১০ ১১
১৩ ১৬

৬.

প্রথমে  দুইটি ভিন্ন অংক বৈশিষ্ট সংখ্যা নিন ০ ছাড়া এবং দুটি সংখ্যার মধ্যে পার্থক্য ১ এর বেশী থাকতে হবে । । এবার দুইটি সংখ্যা উলটিয়ে নতুন আরেকটি সংখ্যা তৈরি করুন। এবার বড় সংখ্যা হতে ছোট সংখ্যাটি বিয়োগ করুন। বিয়োগ ফলটিকে আবার উলটিয়ে যোগ করুন দেখুন ফলাফল আসবে ৯৯ অথবা প্রথম যোগ ফলের যে দুটি সংখ্যা আসছে এই দুটিকে যোগ করেন ফলাফল হবে ৯ । যেমন,
৩৮-৮৩ = ৪৫
৪৫+৫৪=৯৯
৪+৫ = ৯ ।

৭.
প্রথমে  তিনটি ভিন্ন অংক বৈশিষ্ট সংখ্যা নিন যার প্রথম এবং শেষের সংখ্যা ০ ছাড়া এবং প্রথম ও শেষ সংখ্যার মধ্যে পার্থক্য ১ এর বেশী থাকতে হবে । এবার তিনটি সংখ্যা উলটিয়ে নতুন আরেকটি সংখ্যা তৈরি করুন। এবার বড় সংখ্যা হতে ছোট সংখ্যাটি বিয়োগ করুন। বিয়োগ ফলটিকে আবার উলটিয়ে যোগ করুন দেখুন ফলাফল আসবে ১০৮৯ । যেমন,
৩৯১-১৯৩ = ১৯৮
১৯৮+৮৯১ = ১০৮৯ ।

৮.

১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ = ১০০

উপরের সমীকরণে ১ থেকে ৯ পর্যন্ত অংকগুলির মাঝে যেকোনো স্থানে যেকোনো গাণিতিক চিহ্ন বসিয়ে সমাধান করতে হবে, চাইলে একাধিক অংক একসাথে নিয়ে কাজ করা যাবে। কিন্তু কোনো রকম ভাবেই ক্রম ভাঙ্গা যাবেনা। বলতে পারেন এভাবে কতটি সমাধান করা সম্ভব ?

1) 1+2+3+4+5+6+7+8*9 = 100
2) 123+4-5+67-89 = 100
3) 123+4*5-6*7+8-9 = 100
4) 123-45-67+89 = 100
5) 123-4-5-6-7+8-9 = 100
6) 12+34+5*6+7+8+9 = 100
7) 12+34-5+6*7+8+9 = 100
8 ) 12+34-5-6+7*8+9 = 100
9) 12+34-5-6-7+8*9 = 100
10) 12+3+4+5-6-7+89 = 100
11) 12+3+4-56/7+89 = 100
12) 12+3-4+5+67+8+9 = 100
13) 12+3*45+6*7-89 = 100
14) 12+3*4+5+6+7*8+9 = 100
15) 12+3*4+5+6-7+8*9 = 100
16) 12+3*4-5-6+78+9 = 100
17) 12-3+4*5+6+7*8+9 = 100
18) 12-3+4*5+6-7+8*9 = 100
19) 12-3-4+5-6+7+89 = 100
20) 12-3-4+5*6+7*8+9 = 100

এখানে আপনাকে গুনের ক্ষেত্রে একটু পরিবর্তন করতে হবে যেমন ৮*৯ এখানে পূর্বে সংখ্যার সাথে ৭২ যোগ করতে হবে ।
প্রথমটি এমন হবে 1+2+3+4+5+6+7+(8*9) = 100
1+2+3+4+5+6+7+72 = 100
এবার আপনি বের করেন কতগুলো বানাতে পারেন ।
৯.

বিভাগঃ সাধারন জ্ঞান । এই পোষ্টটি ৮২২০ বার পড়া হয়েছে
কোন মন্তব্য নেই

আপনার মন্তব্য লিখুন

এই পোষ্টে মন্তব্য করতে অবশ্যই » লগইন করতে হবে ।
  • নামাজের সময়সূচী

    মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
    ওয়াক্ত শুরু জামাত
    ফজর ০৪.৪২ ০৫.১৫
    জোহর ১১.৪৪ ০১.১৫
    আসর ০৩.৫৩ ০৪.৩০
    মাগরিব ০৫.৩০ ০৫.৩৫
    এশা ০৬.৪৫ ০৭.১৫
    সূর্যোদয় : ০৫.৫৭ মিঃ
    সূর্যাস্ত : ০৫.২৯ মিঃ
  • Ads

  • অন্যান্য পাতাসমুহ



    Add Address

  • ভিজিটর তথ্য

    আপনার আইপি
    18.118.200.86
    আপনার অপারেটিং সিস্টেম
    Unknown
    আপনার ব্রাউজার
    " অপরিচিত "
  • ভিজিটর কাউন্টার


    free hit counter