সমাজে কী দেখছি আজ সুস্থ লক্ষণ নয়
এটাতো নয় রুচিশীল যেন দুঃসময়।
সমাজে কী ঘটছে আজ অবাক ব্যাপার
ধর্মহীন অনৈতিক যতো কারবার।
পিতা মারে সন্তানেরে শিশু মারে মায়ে
সন্তানও হত্যা করে পিতাকে কোপায়ে।
আত্মহত্যা গেল বেড়ে খেয়ে গ্যাস বড়ি
কত রকম মৃত্যু চর্চা গলায় দিয়ে দড়ি।
এত বেশী মসজিদ গ্রামে গ্রামে দেখি
তার অধিক কুফরী আর শুধু মোনাফেকী।
নষ্টামিটা চরমে আজ নির্লজ্জ চলা
দুষ্ট লোকের দাপট বেশী বড়….বিস্তারিত পড়ুন
বিভাগ : কবিতা |
এই পোষ্টটি ২৪৮৩ বার পড়া হয়েছে
| কোন মন্তব্য নেই