আজ শুক্রবার , ২৯ মার্চ ২০২৪ ইং  , ১৫ চৈত্র ১৪৩০ বঃ , ৮ জমাদিউস সানি ১৪৪৫ হিঃ
ছিলে কোথায়, যাবে কই?

ছিলে তুমি কোথায়, আবার এলে বা তুমি কই?
একবারও কি ভেবেছ তুমি, যাবে আবার কই ?
এমন অনেক নির্বোধ আছে প্রণেতা চিনেনা,
সৃষ্টিকর্তাকে সে দেখেনাই বলে, সৃষ্টিকর্তাকে মানেনা।
এমন সকল বোকার কাছে প্রশ্ন রাখব আমি,
যাকে পিতা বল, তাকে কেমনে চিন তুমি?
তুমি কি কভু জন্ম হতে দেখেছ নিজেকে?
তবে কেন বিশ্বাস করো তোমার পিতাকে?
প্রণেতা তত্ত্ব, চির সত্য এই বিশ্বাস ঘিরে,
যেথায় হতে এসেছ তুমি, সেথায় যাবে ফিরে।
সৃষ্টিকর্তার….বিস্তারিত পড়ুন

বিভাগ : কবিতা  |  এই পোষ্টটি ১২০৫ বার পড়া হয়েছে  |  কোন মন্তব্য নেই
আবরাহা ধ্বংসলীলা (পর্ব-২)

যখন তারা জানতে পারে তার প্রতিরোধ সম্ভব না।
তখন তারা পরিবর্তন করে তাদের ঐ পরিকল্পনা।
পরে ‘আবরাহা’ মক্কায় পাঠালেন  হুনাতাকে,
নেতাদের সাথে সাক্ষাত করে বল তাদেরকে,
আবরাহা, আসেনি তোমাদের সাথে করতে সমর,
তিনি ধ্বংস করতে এসেছে কেবল আল্লাহর ঘর।
তোমরা যদি সৃষ্টি না কর ধ্বংসে প্রতিবন্ধকতা,
তাহলে নেই কোন রক্তপাতের প্রয়োজনীয়তা।
যদি তারা না করতে চায় কোন সশস্ত্র লড়াই,
তাহলে তাদেরকে আমার সামনে দেখতে চাই।
আদেশ মতে হুনাতা মক্কায় প্রবেশ….বিস্তারিত পড়ুন

বিভাগ : কবিতা  |  এই পোষ্টটি ১০৮৮ বার পড়া হয়েছে  |  কোন মন্তব্য নেই
নব বার্তা

আইলো নব বার্তা নিয়ে আসমানের ঐ চান,
শরীর আমার নেচে উঠে উতলা হয় প্রাণ।
হিংসা ভুলো বিদ্বেষ ভুলো, ভুলো অভিমান,
ঈদের আনন্দ বানে ভাসাও তোমার প্রাণ।
ঈদানন্দের ছন্দে সবাই গাই সাম্যের গান,
আশার আলো জ্বেলে করি হতাশার অবসান।
প্রতিবেশীর খবর নিয়ো, জেনো তার অবস্থান,
অনাহারী থাকলে তাদের অন্ন কইরো দান।
পড়শি যদি কাটায় নিশি, অনাহারে দিনমান,
উল্লাস-আনন্দ তোমার হবেই একদিন ম্লান।
খুশীর বানে ঢেউ তুলেছে ঈদের ঐ ময়দান,
সবে মিলে….বিস্তারিত পড়ুন

বিভাগ : কবিতা  |  এই পোষ্টটি ১৪০৬ বার পড়া হয়েছে  |  কোন মন্তব্য নেই
শপথ

ওঠো ওরে যুব সমাজ
দেখো নতুন ভোর ।
উপবাসীর জন্য আজি
খোলে দাও দোর ।

ফুল যেমন গন্ধ ছড়ায়
মন উজাড় করে ।
মোদের খাবার বিলিয়ে দেব
অনাহারীর তরে ।

হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে
শান্তির শপথ করি ।
মিলেমিশে আমরা সবাই
উজ্জ্বল সমাজ গড়ি ।

মোদের দ্বারা কষ্ট যেন
পায় না কেহ মনে
এই কথাটি স্মরণ যেন
থাকে প্রতিক্ষণে ।

প্রতিবেশী কেউ না যেন
থাকে উপোসিত
নইলে কিন্তু মানব জীবন
হবে কলুষিত।

বিভাগ : কবিতা  |  এই পোষ্টটি ১১৪৫ বার পড়া হয়েছে  |  কোন মন্তব্য নেই
জান্নাতের দ্বার

জান্নাতের দ্বার খোলে এলোরে রমজান
তাইতো সবার মনে বইছে খুশির বান ।
রহমতের বার্তা নিয়ে এলোরে রমজান
নিরসনের বার্তা নিয়ে এলোরে রমজান
পরিত্রানের বার্তা নিয়ে এলোরে রমজান
তাইতো সবার মনে বইছে খুশির বান ।
শুরু হলো রোজা , রহমতের দ্বার খোলা
নিয়ে নাও অব্যাহতি ওরে আত্ম ভোলা।
ওগো মোমিন মুসলমান করোনা দেরী
বরকতময় খাবার , খেয়ে নাও সেহেরী
সেহেরী খাও রোজা রাখ , পাবে পরিত্রাণ
রহমতের বার্তা নিয়ে এলোরে রমজান।
দণ্ডায়মান….বিস্তারিত পড়ুন

বিভাগ : কবিতা  |  এই পোষ্টটি ১৫৮৮ বার পড়া হয়েছে  |  কোন মন্তব্য নেই
  • নামাজের সময়সূচী

    মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
    ওয়াক্ত শুরু জামাত
    ফজর ০৪.৪২ ০৫.১৫
    জোহর ১১.৪৪ ০১.১৫
    আসর ০৩.৫৩ ০৪.৩০
    মাগরিব ০৫.৩০ ০৫.৩৫
    এশা ০৬.৪৫ ০৭.১৫
    সূর্যোদয় : ০৫.৫৭ মিঃ
    সূর্যাস্ত : ০৫.২৯ মিঃ
  • Ads

  • অন্যান্য পাতাসমুহ



    Add Address

  • ভিজিটর তথ্য

    আপনার আইপি
    44.211.117.101
    আপনার অপারেটিং সিস্টেম
    Unknown
    আপনার ব্রাউজার
    " অপরিচিত "
  • ভিজিটর কাউন্টার


    free hit counter