ফুটফুটে চেহারার বয়সটা চৌদ্দ
শ্রম ঢালে ওয়ার্কশপে কাজ করে শুদ্ধ।
মাপ-জোক ঠিকঠাক লোহা কাটে মেশিনে
অবিকল ছাঁচে ঢালা মেইড ইন চীনে।
অথবা জাপানের কলে কলে গড়া
অনায়াসে গড়ে দেবে কাঁচা হাতে ধরা।
টয়োটা-টাটার যত নাট আর স্ক্র
সেম সেম মিলে যাবে বেঁকে যাবে ভ্রু।
লেখা-পড়া জানেনাতো তবু এরা কারিগর
ওয়ার্কশপে কাজ করে শ্রম দেয় রাত ভর।
বয়সটা ইস্কুলের ড্রেস তার শ্রমিকের
মবেলেতে লেপটানো রেস্ট নেই ক্ষণিকের।
বিদ্যুতে চলে লেদ গতি….বিস্তারিত পড়ুন
বিভাগ : কবিতা |
এই পোষ্টটি ১৫২১ বার পড়া হয়েছে
| কোন মন্তব্য নেই