আজ শনিবার , ৯ নভেম্বর ২০২৪ ইং  , ২৫ কার্তিক ১৪৩১ বঃ , ২২ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ
ইসরাইলের শয়তানেরা সাবধান, হুঁশিয়ার

ফিলিস্তানের শিশুরা যখন কাঁদে অত্যাচারে,
কান্না দেখে অশ্রু আমার অঝোর ধারায় ঝরে।
অবুঝ শিশুর চিৎকার শুনে গলেনা যার মন,
কে বলে মানুষ তারে নির্বোধ সেই জন।

নিষ্পাপ শিশুর ওপর যারা করছে অত্যাচার,
যে তাঁদের মানুষ বলে সেও জানোয়ার।
মানুষ করতে পারেনা আর আরেক মানুষ খুন?
গর্ভে থাকতে ওরা ছিল হিংস্র পশুর ভ্রূণ।

হয়তো আমি মানুষ হতে পারিনি
তবে মানব গর্ভের আমি এক প্রাণী।
নিপীড়নে কভু আমি হারিনি
তবে আমারও যে….বিস্তারিত পড়ুন

বিভাগ : কবিতা  |  এই পোষ্টটি ১২৪৭ বার পড়া হয়েছে  |  কোন মন্তব্য নেই
ছিলে কোথায়, যাবে কই?

ছিলে তুমি কোথায়, আবার এলে বা তুমি কই?
একবারও কি ভেবেছ তুমি, যাবে আবার কই ?
এমন অনেক নির্বোধ আছে প্রণেতা চিনেনা,
সৃষ্টিকর্তাকে সে দেখেনাই বলে, সৃষ্টিকর্তাকে মানেনা।
এমন সকল বোকার কাছে প্রশ্ন রাখব আমি,
যাকে পিতা বল, তাকে কেমনে চিন তুমি?
তুমি কি কভু জন্ম হতে দেখেছ নিজেকে?
তবে কেন বিশ্বাস করো তোমার পিতাকে?
প্রণেতা তত্ত্ব, চির সত্য এই বিশ্বাস ঘিরে,
যেথায় হতে এসেছ তুমি, সেথায় যাবে ফিরে।
সৃষ্টিকর্তার….বিস্তারিত পড়ুন

বিভাগ : কবিতা  |  এই পোষ্টটি ১২৫৫ বার পড়া হয়েছে  |  কোন মন্তব্য নেই
আবরাহা ধ্বংসলীলা (পর্ব-২)

যখন তারা জানতে পারে তার প্রতিরোধ সম্ভব না।
তখন তারা পরিবর্তন করে তাদের ঐ পরিকল্পনা।
পরে ‘আবরাহা’ মক্কায় পাঠালেন  হুনাতাকে,
নেতাদের সাথে সাক্ষাত করে বল তাদেরকে,
আবরাহা, আসেনি তোমাদের সাথে করতে সমর,
তিনি ধ্বংস করতে এসেছে কেবল আল্লাহর ঘর।
তোমরা যদি সৃষ্টি না কর ধ্বংসে প্রতিবন্ধকতা,
তাহলে নেই কোন রক্তপাতের প্রয়োজনীয়তা।
যদি তারা না করতে চায় কোন সশস্ত্র লড়াই,
তাহলে তাদেরকে আমার সামনে দেখতে চাই।
আদেশ মতে হুনাতা মক্কায় প্রবেশ….বিস্তারিত পড়ুন

বিভাগ : কবিতা  |  এই পোষ্টটি ১১২৫ বার পড়া হয়েছে  |  কোন মন্তব্য নেই
নব বার্তা

আইলো নব বার্তা নিয়ে আসমানের ঐ চান,
শরীর আমার নেচে উঠে উতলা হয় প্রাণ।
হিংসা ভুলো বিদ্বেষ ভুলো, ভুলো অভিমান,
ঈদের আনন্দ বানে ভাসাও তোমার প্রাণ।
ঈদানন্দের ছন্দে সবাই গাই সাম্যের গান,
আশার আলো জ্বেলে করি হতাশার অবসান।
প্রতিবেশীর খবর নিয়ো, জেনো তার অবস্থান,
অনাহারী থাকলে তাদের অন্ন কইরো দান।
পড়শি যদি কাটায় নিশি, অনাহারে দিনমান,
উল্লাস-আনন্দ তোমার হবেই একদিন ম্লান।
খুশীর বানে ঢেউ তুলেছে ঈদের ঐ ময়দান,
সবে মিলে….বিস্তারিত পড়ুন

বিভাগ : কবিতা  |  এই পোষ্টটি ১৪৪৭ বার পড়া হয়েছে  |  কোন মন্তব্য নেই
আবরাহা ধ্বংসলীলা (পর্ব-১)

রাসুল (সাঃ) এর দাদা আঃ মুত্তালিবের সময়,
ঐতিহাসিক এক মস্ত বড় আপতন ঘটে যায়।
যাকে আজো স্মরনীয় করে রেখেছে কুরআন,
সেটি হচ্ছে হাতি ও হাতি ওয়ালার উপাখ্যান।
‘আবরাহা আল-হাবশী’ নামে ছিল এক রাজা,
তৈরি করেন তিনি ১ “আল-কুল্লায়েস” গির্জা।
এটি তৈরি করার পেছনে উদ্দেশ্য ছিল তাঁর,
হাজীগণ যেন গির্জায় যায় পরিবর্তে কা’বার।
যার কারণে আরবের লোকেরা খুব কুপিত হয়ে,
জনৈক ব্যক্তি মল ত্যাগ করে ঐ গির্জায় গিয়ে।
মল ত্যাগের….বিস্তারিত পড়ুন

বিভাগ : কবিতা  |  এই পোষ্টটি ১৭৮৬ বার পড়া হয়েছে  |  কোন মন্তব্য নেই
এসো কল্যাণের পথে

 

আল্লাহু আকবার, আল্লাহু আকবার (২)

আল্লাহই সর্বশ্রেষ্ঠ মুয়াজ্জিন ডাকছে ঐ,

মমিন মুসলমান সকল শোন দুনিয়ার,

এর চেয়ে মধুর বানী পাবে তুমি কই?

 

আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ্ (২)

সাক্ষ্য আমি দিচ্ছি, ১ আল্লাহ্ ছাড়া,

নাই যে আমার অন্য কোন ইলাহ,

কত সুন্দর বানী, দেখ পাগল পারা

 

আশহাদু আন্না মুহাম্মাদার রসুল্লাল্লাহ্ (২)

সাক্ষ্য আমি দিচিছ যে, হে আমার আল্লাহ্‌,

হযরত মুহাম্মদ (স:) তোমার প্রেরিত রসুল,

অব্যাজে বিশ্বাস করি নাই এতে কোন ভুল

 

হাইয়্যা….বিস্তারিত পড়ুন

বিভাগ : কবিতা  |  এই পোষ্টটি ১৬৩১ বার পড়া হয়েছে  |  কোন মন্তব্য নেই
শপথ

ওঠো ওরে যুব সমাজ
দেখো নতুন ভোর ।
উপবাসীর জন্য আজি
খোলে দাও দোর ।

ফুল যেমন গন্ধ ছড়ায়
মন উজাড় করে ।
মোদের খাবার বিলিয়ে দেব
অনাহারীর তরে ।

হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে
শান্তির শপথ করি ।
মিলেমিশে আমরা সবাই
উজ্জ্বল সমাজ গড়ি ।

মোদের দ্বারা কষ্ট যেন
পায় না কেহ মনে
এই কথাটি স্মরণ যেন
থাকে প্রতিক্ষণে ।

প্রতিবেশী কেউ না যেন
থাকে উপোসিত
নইলে কিন্তু মানব জীবন
হবে কলুষিত।

বিভাগ : কবিতা  |  এই পোষ্টটি ১১৯৩ বার পড়া হয়েছে  |  কোন মন্তব্য নেই
জান্নাতের দ্বার

জান্নাতের দ্বার খোলে এলোরে রমজান
তাইতো সবার মনে বইছে খুশির বান ।
রহমতের বার্তা নিয়ে এলোরে রমজান
নিরসনের বার্তা নিয়ে এলোরে রমজান
পরিত্রানের বার্তা নিয়ে এলোরে রমজান
তাইতো সবার মনে বইছে খুশির বান ।
শুরু হলো রোজা , রহমতের দ্বার খোলা
নিয়ে নাও অব্যাহতি ওরে আত্ম ভোলা।
ওগো মোমিন মুসলমান করোনা দেরী
বরকতময় খাবার , খেয়ে নাও সেহেরী
সেহেরী খাও রোজা রাখ , পাবে পরিত্রাণ
রহমতের বার্তা নিয়ে এলোরে রমজান।
দণ্ডায়মান….বিস্তারিত পড়ুন

বিভাগ : কবিতা  |  এই পোষ্টটি ১৬৩৭ বার পড়া হয়েছে  |  কোন মন্তব্য নেই
  • নামাজের সময়সূচী

    মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
    ওয়াক্ত শুরু জামাত
    ফজর ০৪.৪২ ০৫.১৫
    জোহর ১১.৪৪ ০১.১৫
    আসর ০৩.৫৩ ০৪.৩০
    মাগরিব ০৫.৩০ ০৫.৩৫
    এশা ০৬.৪৫ ০৭.১৫
    সূর্যোদয় : ০৫.৫৭ মিঃ
    সূর্যাস্ত : ০৫.২৯ মিঃ
  • Ads

  • অন্যান্য পাতাসমুহ



    Add Address

  • ভিজিটর তথ্য

    আপনার আইপি
    44.211.24.175
    আপনার অপারেটিং সিস্টেম
    Unknown
    আপনার ব্রাউজার
    " অপরিচিত "
  • ভিজিটর কাউন্টার


    free hit counter