ঐ দেখ মা আমায় নিতে দাঁড়িয়ে আছে বর।
তোকে ছেড়ে কেমনে যাব, আমি পরের ঘর?
মাঝে মাঝে তোমার সাথে, করেছি ঝগড়া।
সেই ক্ষণটি ভাইগো, আজ দিচ্ছে মনে পীড়া।
যেতে হবে এইতো প্রথা, ভাইগো তুমি, দাওগো কথা।
দাবি তুমি রাখনি ভাই, আমারি উপর।
তোকে ছেড়ে কেমনে যাব, আমি পরের ঘর?
সময়-অসময়ে যত করেছি দাবী,
পূর্ণ করেছ বাবা, দাবী আমার সবি।
তোমার ভালবাসার বাবা, তুমিই একান্তর,
তোমায় ছেড়ে কেমনে যাব, আমি….বিস্তারিত পড়ুন
বিভাগ : কবিতা |
এই পোষ্টটি ১৪৮৩ বার পড়া হয়েছে
| কোন মন্তব্য নেই