বার বার ঈদ আসে
বার বার যায়
সে মহান বাণীতে তবু
কেউ না পাল্টায়।
ঈদের প্রকৃত ত্যাগ
নয় পশু প্রাণী
অন্তর্নিহিত অর্থ
সবাই মোরা জানি।
সে ইন্দ্রিয় উৎসর্গ
দেখি নাতো আর
এখন লক্ষ্যটা হলো
কেবলি খাবার।
শুধুই ভোগের উৎসব
বিনোদনের মেলা
চ্যানেলে কত যে পর্ব
গান-নাটক-খেলা।
ভেতরের পশু তো কভূ
না হয় কোরবান
তাই দেশে অশান্তির
আগুন লেলিহান !
বিভাগ : কবিতা |
এই পোষ্টটি ১৪৭০ বার পড়া হয়েছে
| কোন মন্তব্য নেই